রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক! করা যাবে সমস্ত আর্থিক লেনদেন, ঘোষণা RBI-র

বাংলা হান্ট ডেস্ক : দেশের মানুষের জন্য বড় সিদ্ধান্ত নিল RBI। জনগনের সুবিধার্থে রবিবারও খোলা রাখা হবে নির্দিষ্ট কিছু ব্যাঙ্ক। পাশাপাশি ঐদিন সমস্ত রকম লেনদেনও করা যাবে বলে খবর। এখন প্রশ্ন হল, কোন রবিবার খোলা থাকবে ব্যাঙ্কের দরজা? আর কেনই বা রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank Of India) এই সিদ্ধান্ত?

বলে রাখি, মাসের শেষদিন ব্যাঙ্ক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে RBI, এবং ঐদিন ৩১ মার্চ অর্থাৎ রবিবার। অর্থবর্ষের শেষদিনের মধ্যেই লেনদেন সংক্রান্ত সমস্ত কাজ সেরে রাখতে হয়‌। আর এই কারণেই ৩১ মার্চ ব্যাঙ্ক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। সমস্ত বিবরণ দিয়ে একটি টুইটও করেছে RBI।

কোন ব্যাঙ্কের ক্ষেত্রে এই নির্দেশ ?

রিজার্ভ ব্যাঙ্ক তার নতুন নির্দেশে জানিয়েছে, ‘ভারত সরকার ৩১ মার্চ ২০২৪ লেনদেনের জন্য সরকারি রসিদ এবং অর্থপ্রদানের সাথে লেনদেনকারী ব্যাঙ্কগুলির সমস্ত শাখা খোলা রাখার অনুরোধ করেছে। যাতে ২০২৩-২৪ অর্থবর্ষে প্রাপ্তি এবং অর্থপ্রদান সংক্রান্ত সব সরকারি লেনদেনের হিসাব রাখা যায়।’

আরও পড়ুন : নাইটদের ম্যাচে রাত ১২টাতেও পাওয়া যাবে মেট্রো, কখন-কোথা থেকে ছাড়বে? দেখুন সময়সূচি

10 08 2023 rbi monetary policy august 2023 live updates

আরবিআই জানিয়েছে যে ৩১ মার্চ ২০২৩-২৪ সমস্ত ব্যাঙ্ক খোলা থাকবে। সব ব্যাংকের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, অর্থবছরের শেষ পর্যন্ত যে লেনদেন হচ্ছে, সে বছরেই নিবন্ধন করতে হবে। আর তাই ঐদিন সব ব্যাংককে কাজ করতে বলা হয়েছে। এছাড়াও, NEFT এবং RTGS লেনদেনও চলবে মধ্যরাত ১২টা পর্যন্ত।

 


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর