হোলির আগেই YouTube-এর বড় উপহার! আর দেখা যাবে না বিরক্তিকর বিজ্ঞাপন, ফ্রি-তে মিলবে প্রিমিয়াম মেম্বারশিপ

বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয় YouTube। এমতাবস্থায়, ক্রমশ বৃদ্ধি পাচ্ছে YouTube ব্যবহারকারীর সংখ্যা। তবে, YouTube-এ ভিডিও দেখার ক্ষেত্রে দেখতে হয় প্রচুর বিজ্ঞাপনও। কিন্তু, যাঁরা বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখতে চান সেক্ষেত্রে YouTube-এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়ার বিকল্প উপলব্ধ থাকে। তবে, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে একটি বড় বিষয় উপস্থাপিত করব। যেটির মাধ্যমে কিছু নির্দিষ্ট সংখ্যক ব্যবহারকারী বিনামূল্যে এই সাবস্ক্রিপশনের সুবিধা পাবেন।

প্রসঙ্গত উল্লেখ্য, ভারতীয় ব্যবহারকারীরা যদি YouTube Premium-এর সাবস্ক্রিপশন নিতে চান সেক্ষেত্রে প্রতিমাসে ১২৯ টাকা দিতে হয়। যদিও, এখন হোলির আগে ভারতে বসবাসকারী শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ অফার নিয়ে এসেছে YouTube। এমতাবস্থায়, আপনি যদি একজন পড়ুয়া হন সেক্ষেত্রে প্রিমিয়াম মেম্বারশিপের নেওয়ার বিষয়টি সহজ হয়েছে এবং ফ্রি ট্রায়ালের সুবিধা প্রদান করা হচ্ছে। তবে, এই অফারের জন্য আপনার অবশ্যই একটি স্টুডেন্ট আইডি থাকতে হবে।

YouTube gave a big gift before Holi.

শিক্ষার্থীরা একেবারে বিনামূল্যে ট্রায়ালের সুবিধা পাবেন: ইতিমধ্যেই YouTube জানিয়েছে, যে সমস্ত শিক্ষার্থী যাঁরা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষারত এবং যাঁদের এলাকায় YouTube স্টুডেন্ট মেম্বারশিপ পাওয়া যায় তাঁরা এই বিনামূল্যে ট্রায়ালের সুবিধা নিতে পারবেন। এমতাবস্থায়, YouTube স্টুডেন্ট আইডিটিকে আইডেন্টিটি ভেরিফিকেশন প্ল্যাটফর্ম SheerID দিয়ে যাচাই করবে এবং এরপরে ফ্রি মেম্বারশিপের সুবিধা পাওয়া যাবে।

আরও পড়ুন: ১০ হাজারের বিনিয়োগ পোঁছেছে ২ লাখে! বিনিয়োগকারীদের কপাল ফেরাল আম্বানির এই স্টক

এভাবে মিলবে ফ্রি মেম্বারশিপ: আপনি যদি একজন পড়ুয়া হন অথবা আপনার পরিবারে একজন পড়ুয়া থাকেন সেক্ষেত্রে এই প্রিমিয়াম মেম্বারশিপের সুবিধা নেওয়া যেতে পারে। এর জন্য সংশ্লিষ্ট পড়ুয়াকে মোবাইল বা পার্সোনাল কম্পিউটারে YouTube প্রিমিয়াম স্টুডেন্ট প্ল্যানের পেজে গিয়ে সেখানে থাকা “Try it free” অপশনে ক্লিক করতে হবে। এরপর, স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নাম প্রদানের মাধ্যমে SheerID এটি যাচাই করবে।

আরও পড়ুন: অবস্থা শোচনীয়! চিনের ইতিহাসে সবথেকে বড় কেলেঙ্কারি, দেউলিয়া হয়ে যাওয়া কোম্পানি দিল ধাক্কা

এমতাবস্থায়, সংশ্লিষ্ট প্রার্থী এলিজিবল হলে তাঁর কাছ থেকে এনরোলমেন্ট নম্বর এবং ইমেইল আইডি জানতে চাওয়া হবে। এই ডেটা যাচাই করার সাথে সাথে মেম্বারশিপের সুবিধা মিলবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই মেম্বারশিপের সুবিধে চার বছর পর্যন্ত পাওয়া যেতে পারে। তবে, সেজন্য আপনাকে SheerID দিয়ে আপনার পরিচয় পুনরায় যাচাই করতে হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর