বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের কিংবদন্তি দাবাড়ু ম্যাগনাস কার্লসেন (Magnus Carlsen) সোমবার ওয়ার্ল্ড ব্লিটজ চ্যাম্পিয়নশিপে তাঁর প্রত্যাবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত, International Chess Federation তথা FIDE ড্রেস কোড শিথিল করার জন্য সম্মত হওয়ার পরেই ম্যাগনাস কার্লসেনের প্রত্যাবর্তনের বিষয়টি সামনে আসে। প্রসঙ্গত উল্লেখ্য যে, জিন্স পরে খেলতে আসার কারণে দ্বিতীয় টুর্নামেন্টের চূড়ান্ত রাউন্ডের খেলা থেকে বাদ পড়েন কার্লসেন। শুধু তাই নয়, তিনি জরিমানার সম্মুখীনও হন।
কার্লসেনের (Magnus Carlsen) জন্য হল নিয়মে পরিবর্তন:
এমতাবস্থায়, বিষয়টির পরিপ্রেক্ষিতে বিতর্ক তৈরি হওয়ার পর আন্তর্জাতিক দাবা ফেডারেশনের (FIDE) সভাপতি আর্কাদি ডভোরকোভিচ গত রবিবার বলেছেন যে টুর্নামেন্ট আধিকারিকরা এখন জ্যাকেট সহ “যথাযথ জিন্স” এবং ড্রেস কোডে কিছু অন্যান্য পরিবর্তনের অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করবে। এর পাশাপাশি, ডভোরকোভিচ এটাও বলেছেন যে কার্লসেনের (Magnus Carlsen) সিদ্ধান্তই তাঁকে শুক্রবার টুর্নামেন্ট থেকে সরে যেতে বাধ্য করেছে।
FIDE is pleased to confirm that Magnus Carlsen will participate in the FIDE World Blitz Championship.
Speaking to Levi Rozman from “Take, Take, Take” at the playing venue on Wall Street, Carlsen said: “I am playing at least one more day here in New York and, if I do well,… pic.twitter.com/fvFJi2w970
— International Chess Federation (@FIDE_chess) December 29, 2024
এদিকে, কার্লসেন (Magnus Carlsen) তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন এবং ঘোষণা করেছেন যে তিনি সোমবার থেকে শুরু হওয়া ওয়ার্ল্ড ব্লিটজ চ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং জিন্স পরবেন। ৩৪ বছর বয়সী গ্র্যান্ডমাস্টার বলেছেন, “আমি মনে করি তাদের তরফে পরিস্থিতি খারাপভাবে পরিচালনা করা হয়েছিল। তিনি আরও জানান, “আমি মনে করি আমরা সবাই একই জিনিস চাই।” তিনি টেক টেক দাবা অ্যাপের ইউটিউব চ্যানেলে শেয়ার করা একটি ভিডিওতে বলেছেন “আমরা চাই খেলোয়াড়রা স্বাচ্ছন্দ্য বোধ করুক এবং যথাযথভাবে উপস্থাপনযোগ্যও দেখাক।”
আরও পড়ুন: মেলবোর্ন টেস্টে হেরে চরম সঙ্কটে টিম ইন্ডিয়া! WTC ফাইনাল খেলার জন্য ভারতের “ভরসা” এই দেশ
জানিয়ে রাখি, গত শুক্রবার এই নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। সেদিন কার্লসেন (Magnus Carlsen) র্যাপিড ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে জিন্স এবং স্পোর্ট কোট পরেছিলেন। কিন্তু, ওই পোশাকে খেলার অনুমতি দেওয়া হয়নি তাঁকে। তারপরেই টুর্নামেন্ট থেকে বাদ পড়েন কার্লসেন। FIDE বলে যে, নিয়মগুলি এই ধরণের টুর্নামেন্টে জিন্স পরা নিষিদ্ধ করে এবং খেলোয়াড়দের প্রয়োজনে পোশাক পরিবর্তন করার জন্য সুযোগ দেওয়া হয়।
আরও পড়ুন: তাকিয়ে থাকবে গোটা বিশ্ব! ঘন্টায় ৪৫০ কিমি বেগে ছুটবে বুলেট ট্রেন, হল অসাধ্যসাধন
এমতাবস্থায়, একজন আধিকারিক কার্লসেনকে (Magnus Carlsen) ২০০ ডলার জরিমানা করেন এবং তাঁকে তাঁর প্যান্ট পরিবর্তন করতে বলেন। কিন্তু, কার্লসেন বিষয়টি প্রত্যাখ্যান করেন এবং নবম রাউন্ডে খেলা থেকে নিজেকে প্রত্যাহার করে নেন। FIDE আরও উল্লেখ করেছে যে আরেক গ্র্যান্ডমাস্টার, ইয়ান নেপোমনিয়াচ্চিকে স্পোর্টস সু পরার জন্য জরিমানা করা হয়েছিল। কিন্তু তিনি নিয়ম অনুসরণ করে জুতো পরিবর্তন করেন এবং খেলা চালিয়ে যান।