IPL-র দ্বিতীয় ধনী টিম, কোথা থেকে এত টাকা আয় করে KKR? চমকে দেবে শাহরুখের দলের সম্পদের পরিমাণ

বাংলা হান্ট ডেস্ক : ২০২৪ এর আইপিএলে দারুণ ছন্দে রয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। একের পর এক ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে তারা। ছয়টি ম্যাচের মধ্যে চারটিতে জয় পেয়ে লীগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। চেন্নাইয়ের সাথে খারাপ খেলে হারলেও রাজস্থানের বিরুদ্ধে হার ছিল দুর্ভাগ্যবশত। সেদিন লড়াই করে হারে টিম কলকাতা। তবে কলকাতার পারফরম্যান্সে মোটের ওপর বেশ খুশি সমর্থকরা।

এবছর আবার দলে এসেছেন আইপিএলের সবচেয়ে দামী খেলোয়াড় মিচেল স্টার্ক। তাছাড়াও বেশ হামরা চোমরা কয়েকজন দামী খেলোয়াড় রয়েছেন এই দলে। তাই অনেকে উৎসুক শাহরুখ খানের দলের সম্পত্তির পরিমাণ জানতে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির সম্পত্তি কত।

কলকাতা নাইট রাইডার্সের বর্তমান মালিক শাহরুখ খান (Shah Rukh Khan)। IPL শুরুর সময় এখানে তার সাথে ছিলেন জুহি চাওলা এবং জয় মেহতা। ২০০৮ সালে আইপিএল শুরুর সময় ৬২৬ কোটি টাকা দিয়ে রেড চিলিজ এন্টারটেইনমেন্টের থাকে কেনেন তারা। এরপর দুইবার আইপিএল জিতেছে কলকাতা। মুম্বাই এবং চেন্নাইয়ের পর তৃতীয় স্থানে রয়েছে দলটি। এছাড়া ৬৫৫ কোটি টাকা ব্র্যান্ড ভ্যালুর সাথে সেই দিকেও তারা রয়েছে তৃতীয় স্থানে।

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও মিলছে না DA! রাজ্য সচিবের কীর্তি ফাঁস করলেন সরকারি কর্মীরা

pti10 07 2021 000204b 0 1633628839549 1633628871084

নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির মোট সম্পত্তি রয়েছে ১.১ মিলিয়ন ডলারের। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় ৯,১৪৭ কোটি টাকা। আইপিএল ছাড়াও বিগত এক দশকে নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজিতে এসেছে আরো কয়েকটি দল। সেখানে রয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স, আবু ধাবি নাইট রাইডার্স এবং লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। সবমিলিয়ে অংকটা দাঁড়ায় ১.১ মিলিয়ন ডলারের।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর