বাংলা হান্ট ডেস্ক: ভারতের ঘনিষ্ঠ মিত্র বাংলাদেশ বর্তমানে রাজনৈতিক অস্থিরতার সম্মুখীন। সরকার বিরোধী বিক্ষোভের নতুন কম্পন দেশকে নাড়িয়ে দেওয়ার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার পদত্যাগ করেন এবং দেশত্যাগ করেন। এদিকে, এই আবহেই ভারতীয় শেয়ার বাজারে তালিকাভুক্ত টেক্সটাইল কোম্পানিগুলির শেয়ারের দাম (Share Price) বাড়ছে। এর মধ্যে মুকেশ আম্বানির (Mukesh Ambani) কোম্পানি অলোক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারেও বাম্পার কেনাকাটা হচ্ছে। মঙ্গলবার লেনদেনের সময় কোম্পানির শেয়ারের দাম ৬ শতাংশ বেড়েছে। বর্তমানে ওই কোম্পানির শেয়ার ২৫.৭৭ টাকায় পৌঁছেছে।
লাফিয়ে বাড়ল মুকেশ আম্বানির এই কোম্পানির শেয়ারের দাম (Share Price):
কেন দাম বাড়ছে শেয়ারের: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বাংলাদেশের বস্ত্র শিল্প বিশ্বের বৃহত্তম শিল্পগুলির মধ্যে একটি। বাংলাদেশের কাপড় ভারতসহ সারা বিশ্বে রপ্তানি হয়। তবে, এখন যখন বাংলাদেশ রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির সম্মুখীন, তখন সারা বিশ্বের পোশাক ক্রেতারা ভারতের দিকে ঝুঁকতে পারেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। অন্যদিকে ভারত এশিয়ার মধ্যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।
বাংলাদেশে ভারতের রপ্তানির পরিমাণ ২০২২-২৩ অর্থবর্ষে ১২.২১ বিলিয়ন মার্কিন ডলার থেকে ২০২৩-২৪ সালে ১১ বিলিয়ন ডলারে নেমে এসেছে। ভারতের প্রধান রপ্তানি করা দ্রব্যের মধ্যে রয়েছে শাকসবজি, কফি, চা, মশলা, চিনি, পরিশোধিত পেট্রোলিয়াম তেল, রাসায়নিক, তুলো, লোহা ও ইস্পাত এবং যানবাহণ ইত্যাদি। পাশাপাশি আমদানিকৃত প্রধান পণ্যের মধ্যে রয়েছে মাছ, প্লাস্টিক, চামড়া ও পোশাক ইত্যাদি।
আরও পড়ুন: মিলে গেল ভারতীয় জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী! দেশ ছাড়তে বাধ্য হলেন শেখ হাসিনা, অবাক নেটিজেনরা
কোম্পানির শেয়ারের অবস্থা: প্রসঙ্গত উল্লেখ্য যে, অলোক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দাম (Share Price) গত এক বছরে ৭০ শতাংশ বেড়েছে এবং এই বছর YTD-তে এই শেয়ার ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই শেয়ারের ৫২ সপ্তাহের সর্বোচ্চ দাম ৩৯.২৪ টাকা এবং ৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম ১৫.১৫ টাকা। কোম্পানির মার্কেট ক্যাপ হল ১২,৫৭১.৯৯ কোটি টাকা।
আরও পড়ুন: লন্ডন নাকি অন্য কোনও দেশ? নিরাপদ আশ্রয়ের সন্ধান করছেন শেখ হাসিনা, সামনে এল বড় আপডেট
জানিয়ে রাখি যে, মুকেশ আম্বানির কাছে অলোক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটি বড় অংশীদারিত্ব রয়েছে। সেপ্টেম্বর ত্রৈমাসিকের শেষে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের অলোক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ৪০.০১ শতাংশ শেয়ার ছিল। যেখানে জেএম ফাইন্যান্সিয়াল রিকনস্ট্রাকশনের ৩৪.৯৯ শতাংশ শেয়ার ছিল। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ জেএম ফাইন্যান্সিয়াল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানির সহযোগিতায় দেউলিয়া হওয়ার প্রক্রিয়ার সময় এই কোম্পানিটিকে অধিগ্রহণ করেছিল।