২৭ বছর আগেই করোনা ভাইরাসের পূর্বাভাস দিয়েছিল এই কার্টুন ধারাবাহিক!!

চীন থেকে সারা বিশ্বে এখন আতঙ্ক ছড়াচ্ছে করোনা ভাইরাস। কয়েক হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত। মৃত্যু হয়েছে শতাধিক মানুষের। আর এই করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবের পূর্বাভাস নাকি প্রায় তিন দশক আগেই দিয়েছিল একটি জনপ্রিয়  কার্টুন সিরিজ, দ্য সিম্পসনস। অন্তত এমন টাই দাবি দ্য সিম্পসনস এর একদল ফ্যানের।

ইদানিং, সোশ্যাল মিডিয়ায় করোনা ভাইরাসের আতঙ্কের আবহে এই দাবি জোরালো হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় একদল দ্য সিম্পসনস ফ্যান দাবি করেছে ১৯৯৩ সালে প্রচারিত দ্য সিম্পসনস এর একটি পর্বে করোনা ভাইরাসের মতোই, একই রকম ছোঁয়াচে ও বিপজ্জনক ভাইরাসের  উল্লেখ করা হয়েছিল। ২৭ বছর আগে সম্প্রচারিত ওই পর্বে মারাত্মক ওই ভাইরাসের নাম দেওয়া হয়েছিল ওসাকা।

ওই পর্বে দেখানো হয়, আমেরিকার কল্পিত শহর ‘ স্প্রিংফিল্ড’ এ এক ব্যক্তি জাপান থেকে আসেন। আর তার থেকেই ছড়িয়ে পড়ে ভয়ানক এক ভাইরাস। দ্য সিম্পসনস এর ওই পর্বের নাম ছিল ‘ মার্গ ইন চেইনস’। বর্তমানে আতঙ্কের আবহে অনেকেই এই পর্বে দেখানো ওসাকা ভাইরাসের সঙ্গে করোনার মিল খুঁজে পাচ্ছেন। অনেকে ভবিষ্যত বাণী বলে ধারনা ও করছেন এটিকে।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০০০ সালে ‘ দ্য সিম্পসনস’ এর একটি এপিসোডে দেখানো হয় ডনাল্ড ট্রাম্প  প্রেসিডেন্ট হয়েছেন। এর ১৭ বছর পর কাকতালীয় ভাবে মিলে যায় বিষয়টি। তাই এ ক্ষেত্রেও ভক্তদের দাবি ১৯৯৩ সালে সম্প্রচারিত ওই পর্বে করোনা ভাইরাস সম্পর্কে ভবিষ্যত বাণী করা হয়েছিল। এ বিষয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে জোর চর্চা চলছে।


সম্পর্কিত খবর