বাংলাহান্ট ডেস্কঃ কেন CAA আইন প্রয়োজন, তা আফগানিস্তান (afghanistan) সংকটের কথা উল্লেখ করে বুঝিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী (hardeep singh puri)। সেদেশে যেভাবে শিখ এবং হিন্দুরা বর্তমান সময়ে অস্তিত্ব সংকটে পড়েছেন, তার ব্যাখ্যা দিয়ে বোঝালেন, কেন নাগরিকত্ব সংশোধনী আইন বা CAA প্রয়োজন।
তালিবান দখল নেওয়ার পর, নিজেদের দেশের নাগরিকদের আফগানিস্তান থেকে সুরক্ষিত ভাবে ফিরিয়ে আনার চেষ্টা করছে ভারতসহ বিভিন্ন দেশ। রবিবারও বিশেষ বিমান পাঠিয়ে, কাবুল বিমানবন্দর থেকে ২২২ জনকে দেশে ফেরার বিমানে বসিয়েছে ভারত সরকার।
Recent developments in our volatile neighbourhood & the way Sikhs & Hindus are going through a harrowing time are precisely why it was necessary to enact the Citizenship Amendment Act.#CAA#Sikhs
https://t.co/5Lyrst3nqc via @IndianExpress
— Hardeep Singh Puri (@HardeepSPuri) August 22, 2021
তবে এই সংকটের মধ্যে কেনই বা এই CAA আইন প্রয়োজন, তার ব্যাখ্যা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি স্যোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘আমাদের এই অস্থিতিশীল প্রতিবেশির সর্বশেষ যে ঘটনা সামনে আসছে, তাতে করে বোঝা যাচ্ছে হিন্দু এবং শিখরা কতোটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আর এই বিষয়টাই প্রমাণ করে, দেশে CAA বা নাগরিকত্ব সংশোধনী আইন কতোটা প্রয়োজন’।
প্রসঙ্গত, CAA বা নাগরিকত্ব সংশোধনী আইন অনুসারে বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান থেকে ছয়টি সংখ্যালঘু সম্প্রদায় যথা হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান এবং শিখদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব হয়েছে। বর্তমানে ভারতের নাগরিক হতে হলে, কমপক্ষে ১১ বছর ভারতে বসবাস করতে হবে। তবে প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের ক্ষেত্রে সেই সময়সীমা কমিয়ে ৬ বছর করা হয়েছে। ২০১৯ সালে সংসদে এই আইন পাশ হলেও, ডিসেম্বরের পর আর বাস্তবায়িত করা সম্ভব হয়নি।