পরিস্থিতি খুবই উদ্বেগজনক! কোয়ারেন্টিন সেন্টার করা হবে ইডেন গার্ডেন্সে।

প্রাক্তন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী আগেই জানিয়েছিলেন যে যদি সরকার চায় তাহলে করোনা চিকিৎসা কেন্দ্র হিসেবে ব্যবহার করতে পারে ইডেন গার্ডেন্স কে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগেই এই ব্যাপারে সব রকম সহযোগিতা করার কথা জানিয়েছিলেন সৌরভ গাঙ্গুলী। এবার ইডেন গার্ডেন্স হতে চলেছে করোনা কোয়ারেন্টিন সেন্টার।

শুক্রবার লালবাজারে সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার সাথে বৈঠক করেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। সেই বৈঠকের পরেই জানা গিয়েছে ইডেন গার্ডেন্স এর গ্যালারির নিচের অংশে পুলিশ কর্মীদের জন্য বিশেষ কোয়ারেন্টিন সেন্টার গড়ে তোলা হবে। কলকাতা পুলিশের বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক ইডেন গার্ডেন্স গিয়ে সমস্ত পরিস্থিতি পরিদর্শন করেছেন। সেই সময় উপস্থিত ছিলেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া এবং সচিব স্নেহাসিশ গাঙ্গুলি।

IMG 20200711 081726

প্রাথমিকভাবে ঠিক হয়েছে কোয়ারেন্টিন সেন্টার হিসাবে ব্যবহার করা হবে ইডেন গার্ডেন্সের E, F, G, এবং H গ্যালারির নিচের অংশগুলি। কিন্তু তাতেও যদি পর্যাপ্ত না হয় তাহলে সে ক্ষেত্রে J গ্যালারির নিচের অংশটিও ব্যবহার করা হবে। তবে সিএবি সূত্রে জানানো হয়েছে B, C, D, K এবং L ব্লক কোনভাবেই কোয়ারেন্টিন সেন্টার হিসাবে ব্যবহার করার জন্য দেওয়া যাবে না। কারণ সেই সমস্ত ব্লকগুলিতে ইডেনের গ্রাউন্ডম্যান এবং কর্মীদের থাকার ব্যবস্থা করা হচ্ছে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর