পাকিস্তানে শুরু গৃহযুদ্ধের পরিস্থিতি, রাস্তায় দেখা গেল পাক সেনার বিরুদ্ধে শ্লোগানবাজি

Bangla Hunt Desk: পাকিস্তানে (pakistan) প্রধানমন্ত্রী ইমরান খান (imran khan) এবং পাক সেনাবাহিনীর বিরুদ্ধে ক্রমাগত বিক্ষোভ প্রদর্শিত হয়েই চলেছে। অভিযোগ উঠেছে পাক সেনাবাহিনী সিন্ধুর পুলিশ প্রধানকে অপহরণ করেছে, যাতে তারা প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের জামাইকে গ্রেফতার করতে পারে। বিপাকে পড়ে সেনাবাহিনীর বিরুদ্ধে করা অভিযোগের তদন্ত করতে নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া।

গত মঙ্গলবার ইন্টারন্যাশনাল হেরাল্ডের অফিসিয়াল ট‍্যুইট লিঙ্ক থেকে একটি ভিডিও শেয়ার করা হয়। যেখানে ভিডিওতে দেখা যায়, বাজওয়ার বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে। ক‍্যাপশনে লেখা হয়েছে ‘civil war in pakistan’। সেখানে করাচি পুলিশ এবং পাক সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ১০ জন পুলিশ কর্মী নিহত হন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই ঘটনার বিষয়ে কোন সংবাদ পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদপত্র ডন-এর ওয়েবসাইটে প্রকাশ হয়নি।

পাকিস্তানে সরকার ইমরান খানের বিরুদ্ধে প্রতিবাদী সভার আয়োজন এবং নওয়াজ শরীফের গ্রেফতারীর পর থেকেই এই বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করে। তবে এই বিষয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খান এখনও অবধি কোন কিছু বলেননি।

sindh police

পাকিস্তানে সরকার বিরোধী সভা করার পর হোটেলের ঘর থেকে দরজা ভেঙে জোর করে নওয়াজ শরীফের জামাইকে গ্রেফতার করে নিয়ে যায় পাক পুলিশ। সমস্ত ঘটনা স‍্যোশাল মিডিয়ায় ফাঁস করে দেন মরিয়ম শরীফ। এই ঘটনার পর সরকার বিরোধী আন্দোলন তীব্রতর হয়ে উঠলে, সিন্ধু পুলিশ ঘটনার নিন্দা করে ঘটনার তদন্তের আদেশ দেওয়ার জন্য সেনা প্রধানকে ধন্যবাদ জানিয়েছেন।


Smita Hari

সম্পর্কিত খবর