হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরাতন বহুতলের সিঁড়ি, আটকে কমপক্ষে ৫৪ জন! মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়

বাংলা হান্ট ডেস্ক: কলকাতায় (Kolkata) বাড়ির একাংশ ভেঙে ঘটল বিপত্তি! বাড়ির ভেতরে আটকা পড়লেন ৫৪ জন। হতাহতের খবর এখনও না এলেও গুরতর জখম হয়েছেন একজন। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। মর্মান্তিক এই ঘটনার পর থেকেই চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এলাকাজুড়ে।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কলকাতা পুরসভার ৬০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ৩ নম্বর গোরাচাঁদ লেন। গোটা এলাকাটিই মূলত বসতি এলাকা। সেখানেই একটি বহু পুরোনো বহুতলে ঘটে ঘটনাটি। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, চারতলা এই বাড়িটি দীর্ঘদিনের পুরোনো। বাড়িটার স্বাস্থ্যও বিশেষ ভালো ছিল না। সেই বাড়িতেই ছিল প্রায় ১০০ জনের বাস।

   

আসলে বাসিন্দাদেরও কারো অবস্থা বিশেষ ভালো নয়। ফলে বিপদ হতে পারে জেনেও কোনরকমে মাথা গুঁজেছিলেন ঐ জরাজীর্ণ বাড়িতে। সেখানে বেশ অনেকদিন ধরেই সেখানে রয়েছেন তারা। তবে রবিবারের বারবেলায় আচমকাই ঘটে যায় দূর্ঘটনা। বেলা তখন প্রায় ১১ টা, হঠাৎ করেই হুড়মুড়িয়ে ভাঙতে থাকে সিঁড়ি। কিছু মানুষ বের হতে পারলেও আটকা পড়ে যায় প্রায় ৫৪ জন মানুষ।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের আধিকারিকরা। সকলের প্রচেষ্টায় ৫৩ জন বাসিন্দাকে সুস্থভাবে উদ্ধার করা গেছে। তবে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে একজনকে। সূত্রের খবর, তিনি এখন ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি রয়েছেন।

দূর্ঘটনা প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর কাইজার জামিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,”বহু পুরনো বহুতল। সম্প্রতি চাঁদা তুলে কিছু মেরামতি হয়েছিল। তবে সিঁড়ির কাজ হয়নি। সেখানেই ঘটল বিপত্তি।” পাশাপাশি খবর মিলেছে, বাড়ি মেরামত করার পরেই আবার বাড়িতে ফেরানো হবে ঐ বহুতলের বাসিন্দাদের।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর