IPL শুরুর আগে বিরাট দুঃসংবাদ! দল থেকে চিরতরে বাদ পড়লেন KKR-এর এই তারকা প্লেয়ার

বাংলা হান্ট ডেস্ক: টিম ইন্ডিয়ার পর এবার ঘরোয়া ক্রিকেট দল থেকেও বাদ পড়লেন ভারতের এক অত্যন্ত প্রতিভাবান ক্রিকেটার। যিনি IPL-এ KKR (Kolkata Knight Riders)-এর সাথে যুক্ত। মূলত, এবার টিম ইন্ডিয়ার নির্বাচকদের পর কর্ণাটকের নির্বাচকরাও মণীশ পাণ্ডেকে দলে জায়গা দেননি। ৩৫ বছর বয়সী মণীশ পাণ্ডেকে এই মাসের শেষের দিকে বিজয় হাজারে ট্রফিতে খেলতে দেখা যাবে না। এমনকি রঞ্জি ট্রফির দ্বিতীয়ার্ধেও তিনি খেলবেন না। কারণ নির্বাচকরা তাঁকে সেই দল থেকেও বাদ দিয়েছেন।

KKR (Kolkata Knight Riders)-এর সাথে যুক্ত মণীশ:

নির্বাচকরা তরুণদেরকে সুযোগ দিতে চাইছেন: এদিকে, এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে KKR (Kolkata Knight Riders)-এর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য মণীশ পাণ্ডের ক্রিকেট কেরিয়ার কি এবার শেষ হতে চলেছে? কেএসসিএ নির্বাচকরা তরুণদের সুযোগ দিতে মণীশ পাণ্ডেকে বাদ দেওয়ার কারণ দেখিয়েছেন বলেই এই প্রশ্ন আরও গভীর হচ্ছে বলে মনে হচ্ছে। এই প্রসঙ্গে কেএসসিএ-র চেয়ারম্যান জে. অভিরাম জানিয়েছেন যে, মণীশ পাণ্ডে সব ফরম্যাট থেকে বাদ পড়েছেন। তিনি আরও বলেন, ৩৫ বছর বয়সী এই ক্রিকেটারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি। এই বিষয়ে আলোচনা হয়েছে।

 The star player of Kolkata Knight Riders was dropped from the team.

বিষয়টির পরিপ্রেক্ষিতে স্পোর্টস্টার-কে জে. অভিরাম জানান, “মণীশ পাণ্ডে একজন দুর্দান্ত ব্যাটার। তাঁর সামর্থ্য নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু কিছু সন্ধিক্ষণ আসে যখন কঠোর পদক্ষেপ নিতে হয়। তরুণদের জন্য সুযোগ তৈরি করতে হবে। এই কারণে আমরা মণীশ পাণ্ডেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

আরও পড়ুন: যশস্বীকে না নিয়েই রওনা দিল টিম বাস! জয়সওয়ালের ওপর রেগে আগুন হিটম্যান, সামনে এল কারণ

রঞ্জি ট্রফি থেকেও বাদ পড়েছেন: জানিয়ে রাখি যে, রঞ্জি ট্রফির চলতি মরশুমে কর্ণাটকের সহ-অধিনায়ক ছিলেন মণীশ। এদিকে, অভিরাম এটাও নিশ্চিত করেছেন যে জানুয়ারি থেকে যখন রঞ্জি ট্রফি শুরু হবে, মণীশ সেখানেও খেলবেন না। তাঁর পরিবর্তে তরুণ ব্যাটার কেভি অনীশকে সুযোগ দিতে চান নির্বাচকরা। অভিরাম আরও বলেছিলেন যে এখন তরুণ খেলোয়াড়দের ওপর সম্পূর্ণভাবে নির্ভর করছে যে তারা তাদের দেওয়া সুযোগগুলি কিভাবে কাজে লাগায়।

আরও পড়ুন: শিক্ষাক্ষেত্রে আরও এগোবে ভারত! শুরু “ওয়ান নেশন, ওয়ান সাবস্ক্রিপশন” স্কিম, ১.৮ কোটি পড়ুয়া হবে লাভবান

৩ বছর আগে টিম ইন্ডিয়ার হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন: প্রসঙ্গত উল্লেখ্য যে, মণীশ পাণ্ডে কর্ণাটকের হয়ে ২০০৭ সালে আত্মপ্রকাশ করেন। তিনি কর্ণাটকের হয়ে ১১৮ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। মণীশ টিম ইন্ডিয়ার হয়ে ২৯ টি ODI এবং ৩৯ টি T20 ম্যাচ খেলেন। ২০২১ সালে কলম্বোতে শ্রীলঙ্কার বিরুদ্ধে চলা ODI সিরিজে তিনি ভারতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর