মন্দারমনির সমুদ্রে মৎস্যজীবীদের জালে ধরা পড়ল অদ্ভূত প্রাণী

বাংলা হান্ট ডেস্কঃ  এক প্রকাণ্ড জন্তুর দেখা মিলল মন্দারমনির সৈকতে। কী সেই জন্তু! দেখতে অনেকটা শূকরের মতো হবে। কিন্তু সমুদ্রে এল কী ভাবে, তা কেউ বলতে পারছে না। সামুদ্রিক শূকর মন্দারমনির সকৈততটে দেখা গিয়েছে তাকে।

শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার বিখ্ কেন্দ্র মন্দারমনির কাছে নিউ জলধা সমুদ্র উপকূল থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল দূরে মৎস্যজীবীদের মাছ ধরার জালে এই জীবিত সামুদ্রিক শূকর ধরা পড়েছে।মাছ, ডলফিন কিংবা অন্যান্য সামুদ্রিক প্রাণী হলে একটা কথা ছিল। কিন্তু সামুদ্রিক শূকর! প্রথমে তো এ কথা বিশ্বাসযোগ্যই করা যাচ্ছিল না। চাক্ষুস দেখতে মন্দারমনির সমুদ্রে ভিড় জমিয়েছিল কাতারে কাতারে পর্যটকরা। সামুদ্রিক শূকর দেখতে কেমন তাও তো অজানা, তা দেখতে রীতিমতো হামলে পড়ল মানুষের ভিড়।

mandarmani1s

মৎসজীবীদের একাংশ বলছেন, এটি সামুদ্রিক শুকর। আবার অনেক মৎসজীবিরা বলছেন এমন প্রানী এর আগে কখনও দেখেনি কেউ। প্রাণীটিকে উদ্ধারের পর হুলুস্থুল পড়ে গিয়েছে গোটা এলাকায়।  মৎস্যজীবীরা জীবিত ওই শূকরকে নিউ জলধা সমুদ্র উপকূলবর্তী এলাকায় তুলে নিয়ে এসেছে।

এদিন এই শূকরকে দেখার জন্য স্থানীয় লোকজন ও পর্যটকরা ভিড় জমান। সামুদ্রিক শূকরটিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। এদিন মন্দারমনিতে বেরাতে যাওয়া পর্যটকরা এক দারুণ অভিজ্ঞতার সাক্ষী রইলেন বটে।

সম্পর্কিত খবর