বাংলা হান্ট ডেস্ক: বিপদ যে কখন কিভাবে আসে তা আগে থেকে অনুমান করতে পারেন না কেউই। কিন্তু, বিপদের সময়ে মাথা ঠান্ডা রেখে সাহস অবলম্বনের মাধ্যমে সঠিক পদক্ষেপ গ্রহণ করলেই যে বিপদ কাটিয়ে ফেলা যায় তা ফের একবার প্রমাণিত হল। শুধু তাই নয়, ওই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। যেটি দেখে অবাক হয়ে যাবেন আপনিও।
মূলত, সম্প্রতি এক খুদে পড়ুয়ার সাহসিকতায় এবং তার উপস্থিত বুদ্ধির জেরে এড়ানো গিয়েছে বড়সড় বিপদ। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল সে বাঁচিয়ে দিয়েছে একটি স্কুল বাসে থাকা ৬৬ জন পড়ুয়ার প্রাণও। আর তারপর থেকেই ওই পড়ুয়া তার অনবদ্য কর্মকাণ্ডের জেরে উঠে এসেছে খবরের শিরোনামে।
ঠিক কি ঘটেছে: এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৬ এপ্রিল এক দুঃসাহাসিক কাজ করেছে ডেলান রিভস নামের মিশিগান কার্টার স্কুলের সপ্তম শ্রেণির এক পড়ুয়া। আর পাঁচটা দিনের মতোই বাসে চড়ে স্কুলে যাচ্ছিল ডেলান। চলন্ত বাসে সবাই তখন ব্যস্ত ছিল গল্পে। এদিকে, সেই মুহূর্তে গতিশীল অবস্থায় বাস চালাতে চালাতেই আচমকা জ্ঞান হারিয়ে ফেলেন চালক।
সেই দৃশ্য দেখে তৎক্ষণাৎ চালকের কেবিনে দৌড়ে এসে স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ডেলান। পাশাপাশি, ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, ব্রেক কষে বাসটি থামানোর চেষ্টা করে ওই পড়ুয়া। এছাড়াও, ইঞ্জিনও বন্ধ করে দেয় সে। যার ফলে ধীরে ধীরে বাসটি রাস্তার পাশে একটি জায়গায় এসে থেমে যায়। শুধু তাই নয়, বাকি পড়ুয়ারা কিছু বুঝে ওঠার আগেই বাসটিকে থামিয়ে ফেলতে সক্ষম হয় ডেলান।
তারপরেই ডেলান বাকি পড়ুয়াদের দ্রুত আপাতকালীন নম্বর ৯১১-তে ফোন করতে বলে। সেই ফোন পেয়েই সেখানে উপস্থিত হয় পুলিস ও উদ্ধারকারী দল। আর এই পুরো দৃশ্য ধরা পড়েছে ওই বাস চালকের কেবিনে থাকা ক্যামেরায়। বর্তমানে সেই ভিডিওই তুমুল ভাইরাল হতে শুরু করেছে।
এদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাস চালক ইউনিয়নের প্রসিডেন্ট রবার্ট লাইভনোরিস এক বিবৃতির মাধ্যমে জানিয়েছেন যে, সপ্তম শ্রেণির পড়ুয়া ডেলান রিভস দেখতে পেয়ে যায় যে, বাসের চালক অজ্ঞান হয়ে গিয়েছেন। তাই, সে দ্রুত চালকের কেবিনে পৌঁছে গিয়ে চলন্ত বাসটিকে নিয়ন্ত্রণে নিয়ে আসে। পাশাপাশি, বড়সড় বিপদের হাত থেকে বাঁচিয়ে দেয় বাসে থাকা প্রত্যেককে। এদিকে, নেটমাধ্যমেও ওই হাড়হিম করা ভিডিওটি প্রত্যক্ষ করে সকলেই স্তম্ভিত হয়েছেন। ডেলান যেভাবে বিপদের গুরুত্ব বুঝে বাসটিকে সাহসের সাথে নিয়ন্ত্রণে নিয়ে এসেছে তা দেখে সকলেই তার সাহসিকতার প্রশংসা করছেন।