মাঝ আকাশে UFO-র আবির্ভাব? এলিয়েন ভেবে চমকে গেলেন সবাই, ভাইরাল ভিডিও দেখে হতবাক নেটিজেনরা

বাংলা হান্ট ডেস্ক: UFO এবং এলিয়েন (Alien) নিয়ে মানুষের মধ্যে কৌতূহলের শেষ নেই। এমনকি, মাঝেমধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে UFO এবং এলিয়েন প্রত্যক্ষ করার দাবিও উঠতে থাকে। সেই রেশ বজায় রেখেই এবার এক চমকপ্রদ ঘটনা সামনে এল। মূলত, গত বৃহস্পতিবার তুরস্কে (Turkey) এক অদ্ভুত দৃশ্য পরিলক্ষিত হয়েছে। সেখানে মাঝ আকাশে একটি বিরাট এবং অদ্ভুত আকৃতির মেঘ দেখা যায়। সেটির গঠন এবং বর্ণ এতটাই আলাদা ছিল যে, স্থানীয়রা সেটিকে রীতিমতো UFO হিসেবে ধরে নেয়। ইতিমধ্যেই এই ঘটনার ভিডিও ভাইরাল (Viral) হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। যেখানে পুরো বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে।

মূলত, যখন থেকে দাবি করা হচ্ছে যে এলিয়েনরা এই বছর পৃথিবীতে আসতে পারে এবং তাদের সাথে মানুষের ব্যাপক সংঘর্ষেরও সম্ভাবনা রয়েছে তখন থেকেই সবাই এই বিষয়ে আতঙ্কিত। এদিকে, ইতিমধ্যেই আমেরিকা ও ইউরোপের একাধিক দেশেও UFO দেখা গেছে বলে দাবি করা হয়েছে। যদিও, সরকার এবং এই বিষয়ক এজেন্সিগুলি এহেন দাবি অস্বীকার করে আসছে। তবে, এবার এই ভিন্ন ঘটনা প্রত্যক্ষ করে অবাক হয়ে যান সকলে।

এই প্রসঙ্গে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে প্রায় গোলাকার এই মেঘটি লেন্টিকিউলার ক্লাউড (Lenticular Cloud) নামে পরিচিত। যা প্রায় এক ঘণ্টা ধরে আকাশে দৃশ্যমান ছিল। পাশাপাশি, মেঘটি অনেকটা নিচেও অবস্থান করছিল। আর এই কারণেই সকলের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। এমতাবস্থায়, অনেকেই এই ঘটনার ভিডিও করতে থাকেন।

কি জানিয়েছে আবহাওয়া দফতর: এদিকে এই UFO-র মতো মেঘের ছবি এবং ভিডিও শেয়ার করে একজন ব্যবহারকারী নেটমাধ্যমে লেখেন, “আজ একটি অস্বাভাবিক সকাল।” পাশাপাশি, সকলেই এই ঘটনার কারণ জানতে চেয়েছেন। তবে, এই প্রসঙ্গে তুরস্কের রাজ্য আবহাওয়া দফতর জনগণকে জানিয়েছে এই ঘটনায় ভয়ের কোনো কারণ নেই। কারণ, এই বিরল ঘটনাটি শুধুমাত্র লেন্টিকিউলার ক্লাউডের জন্য ঘটেছিল।

https://twitter.com/ByronJWalker/status/1616587297478033410?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1616587297478033410%7Ctwgr%5E3790315b6f8d9d3433acebce833ee96d953a0318%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fndtv.in%2Fzara-hatke%2Fbizarre-ufo-like-cloud-formation-seen-in-the-sky-over-turkey-people-thought-it-was-alien-internet-stunned-3711627

কখন এমন মেঘ দেখা যায়: পাশাপাশি, তারা আরও জানিয়েছে যে, লেন্টিকিউলার মেঘগুলি তাদের প্যাঁচালো চেহারার জন্য পরিচিত। যেগুলিকে দূর থেকে দেখতে UFO-র মত মনে হয়। এগুলি সাধারণত ২,০০০ থেকে ৫,০০০ মিটার উচ্চতার মধ্যে থাকে। সাধারণত শীতকালে এমন মেঘ পরিলক্ষিত হয়। যদিও, বছরের অন্যান্য সময়েও এগুলি দেখতে পাওয়া সম্ভব। পাশাপাশি, এই ধরণের মেঘ বৃষ্টির পূর্বাভাস দেয় বলেও জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর