ম্যাচ শেষেই ঘটে গেল বিপদ, আচমকাই মৃত্যু ভারতীয় ক্রিকেটারের! শোকের ছায়া ক্রিকেট জগতে

বাংলা হান্ট ডেস্ক: বিগত কয়েকদিন ক্রীড়াক্ষেত্রে একের পর এক খারাপ খবর সামনে এসেছে। কয়েকদিন আগেই জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার সুহাইব ইয়াসিন মারা যান। সেই শোক কাটিয়ে উঠতে না উঠতেই ক্রিকেট জগতে ফের সামনে এল দুঃসংবাদ। জানা গিয়েছে যে, এবার টুর্নামেন্ট চলাকালীন কর্ণাটকের (Karnataka) এক ক্রিকেটারের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। ওই খেলোয়াড়ের নাম হোয়সালা কে. (Hoysala K)।

কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী শোক প্রকাশ করেছেন: এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী, তামিলনাড়ুর বিপক্ষে ম্যাচের পর প্রাণ হারান কর্ণাটকের এই ক্রিকেটার। তিনি বেঙ্গালুরুতে সম্পন্ন হওয়া এজিস সাউথ জোন টুর্নামেন্টে অংশগ্রহণ করছিলেন। এদিকে, কর্ণাটকের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী দীনেশ গুন্ডু রাও ইনস্টাগ্রামে পোস্ট করে ৩৫ বছর বয়সী ক্রিকেটার হোয়সালার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

তিনি লিখেছেন, “কর্ণাটকের উদীয়মান ক্রিকেটারের মৃত্যুর খবর শুনে অত্যন্ত খারাপ লাগছে। এজিস সাউথ জোন টুর্নামেন্ট চলাকালীন ফাস্ট বোলার হোয়সালা কে মারা যান। তাঁর বন্ধু এবং পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। কার্ডিয়াক অ্যারেস্টের কারণে এই ঘটনা ঘটেছে।” উল্লেখ্য যে, তামিলনাড়ুর বিরুদ্ধে ওই ম্যাচেও তিনি ১ উইকেট নিয়েছিলেন এবং ১৩ রান করেছিলেন।

আরও পড়ুন: সমুদ্রের ওপরেই ভারতের প্রথম ভার্টিক্যাল লিফট রেলওয়ে ব্রিজ! পামবান সেতুর এই ১০ টি তথ্য করে দেবে অবাক

বন্ধু অভিমন্যু মিঠুনও বিমর্ষ হয়ে পড়েন: আরেক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিমন্যু মিঠুন সতীর্থের মৃত্যুতে একটি শোক বার্তা পোস্ট করেছেন। বন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি লিখেছেন, “আমি কখনোই ভাবিনি যে এমন কিছু লিখব। আজ আমরা একজন অসাধারণ মানুষকে হারালাম। তিনি একজন প্রতিভাবান ক্রিকেটার, একজন ভালো যত্নশীল বন্ধু এবং একজন ভালো মানুষ ছিলেন। খুব তাড়াতাড়ি চলে গেলে এবং কখনোই তোমাকে ভোলা যাবে না। Rest in peace Hoysi!’

আরও পড়ুন: রাশিয়ায় প্রতারণার শিকার ভারতীয়রা, বাধ্য করা হচ্ছে যুদ্ধে? অ্যাডভাইজারি জারি করে অ্যাকশনে ভারত

কিভাবে মারা গেলেন এই ক্রিকেটার: জানা গিয়েছে, গত বৃহস্পতিবার বেঙ্গালুরুতে তামিলনাড়ুর বিপক্ষে ম্যাচের পর দলের সঙ্গে দেখা করেছিলেন এই ক্রিকেটার। এরপর রাতের খাবার খেতে গেলে তিনি বুকে ব্যথা অনুভব করেন এবং অজ্ঞান হয়ে পড়েন। এরপর তাঁকে অ্যাম্বুলেন্সে করে বেঙ্গালুরুর বোরিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় এবং চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর