রাশিয়ায় প্রতারণার শিকার ভারতীয়রা, বাধ্য করা হচ্ছে যুদ্ধে? অ্যাডভাইজারি জারি করে অ্যাকশনে ভারত

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War) দ্বিতীয় বছর অতিক্রম করে তৃতীয় বছরে পড়েছে। ঠিক এই আবহে একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত এবার, ভারত সরকারের তরফে রাশিয়ায় থাকা ভারতীয়দের জন্য একটি অ্যাডভাইজারি জারি করা হয়েছে। যেখানে ভারতীয় নাগরিকদের ওই যুদ্ধ থেকে সাবধান এবং দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, কেন্দ্রীয় সরকার এটাও স্বীকার করে নিয়েছে যে কিছু ভারতীয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়েছেন। এমতাবস্থায় সরকারের তরফে তাঁদের মুক্তির জন্য পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

গত বৃহস্পতিবারই, মিডিয়া রিপোর্টে সামনে এসেছিল যে, বেশ কয়েকজন ভারতীয় রাশিয়ায় প্রতারণার শিকার হয়েছেন। মূলত, তাঁদের সেখানে হেল্পারের কাজে নিয়োজিত করার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার মাধ্যমে রাশিয়ান সেনাবাহিনীতে তালিকাভুক্ত করা হয়েছিল। শুধু তাই নয়, ডকুমেন্টসের বিভ্রান্তিকর অনুবাদকে কাজে লাগিয়ে তাঁদের প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় বলেও জানা গিয়েছিল।

এই বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের একটি বিবৃতি সামনে এসেছে। যেখানে তিনি জানিয়েছেন, “আমরা এই বিষয়ে সচেতন যে কয়েকজন ভারতীয় নাগরিক রাশিয়ান সেনাবাহিনীতে সহায়তার চাকরির জন্য সাইন আপ করেছেন। ভারতীয় দূতাবাস তাঁদের দ্রুত মুক্তির জন্য সংশ্লিষ্ট রাশিয়ান কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়মিতভাবে তুলে ধরেছে। আমরা সমস্ত ভারতীয় নাগরিকদের যথাযথ সতর্কতা অবলম্বন করতে এবং এই দ্বন্দ্ব থেকে দূরে থাকার জন্য অনুরোধ করছি।”

India has issued an advisory regarding the Russia-Ukraine war

এদিকে, AIMIM নেতা আসাদুদ্দিন ওয়াইসির সাথে রাশিয়ায় আটকে পড়া হায়দ্রাবাদের সুফিয়ানের পরিবারের সদস্যরা ভারতীয় নাগরিকদের নিরাপদে সরিয়ে আনার জন্য এবং অভিযুক্ত প্রতারক এজেন্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে কেন্দ্র ও বিদেশ মন্ত্রকের হস্তক্ষেপ চেয়েছে।

আরও পড়ুন: জারি চরম নিষেধাজ্ঞা! ভারতে আর দেখা যাবে না কটন ক্যান্ডি! কারণ জানলে আপনিও আর ছোঁবেন না

এই প্রসঙ্গে, সুফিয়ানের ভাই ইমরান “বাবা ভ্লগস” নামে একটি ইউটিউব চ্যানেল পরিচালনাকারী ফয়সাল খানের সাথে যুক্ত এজেন্টদের দ্বারা নিযুক্ত প্রতারণামূলক কৌশলের বিষয়টি সামনে এনেছেন। যেখানে যুবকদের সাহায্যার্থে চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত রাশিয়ান সেনাবাহিনীতে তাঁদের তালিকাভুক্ত করা হয়।

আরও পড়ুন: ১০,০০০ টাকা থেকে বানিয়েছেন ৩৪,৭০০ কোটির কোম্পানি! দান করেছেন ৯৬ কোটি, অবাক করবে কিরণের কাহিনি

এমতাবস্থায়, ইউক্রেন সীমান্তে ৯ জন ভারতীয় বিপদের মধ্যে থাকায় তাঁদের পরিবারগুলি কেন্দ্রের কাছে সাহায্য চেয়েছে। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য ইতিবাচক হস্তক্ষেপ চেয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি লিখেছেন ওয়াইসি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর