২ টির বেশি সন্তান থাকলেই মিলবে না সরকারি চাকরি! অবশেষে নিয়মে সিলমোহর দিল সুপ্রিম কোর্ট

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, যাঁদের ২ টির বেশি সন্তান রয়েছে তাঁরা সরকারি চাকরি পাবেন না। ইতিমধ্যেই রাজস্থানের (Rajasthan) এই নিয়মকে অনুমোদন দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court Of India)। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, রাজস্থানে পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে ঠিক এমন একটি নিয়ম ইতিমধ্যেই কার্যকর রয়েছে। সেক্ষেত্রে যাঁদের ২ টির বেশি সন্তান রয়েছে তাঁরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করতে পারবেন না। এমতাবস্থায়, দুই সন্তান নীতি এখন সরকারি কর্মচারীদের জন্যও প্রযোজ্য হবে।

উল্লেখ্য যে, পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত এই নীতি রাজস্থানে ২১ বছর আগে কার্যকর হয়েছে। এখন সরকারি চাকরির ক্ষেত্রেও এই শর্ত প্রযোজ্য হবে। অর্থাৎ, যাঁরা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং দুইয়ের বেশি সন্তান রয়েছে তাঁদের জন্য এটি একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হবে।

প্রাক্তন সেনার আবেদন খারিজ: মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ প্রাক্তন সেনা রাম লাল জাটের দায়ের করা আপিল খারিজ করে দিয়েছে। প্রাক্তন সেনা রাম লাল জাট ২০১৭ সালে অবসর নেন। তারপর ২০১৮ সালের ২৫ মে তিনি রাজস্থান পুলিশে কনস্টেবল পদের জন্য আবেদন করেন। এমতাবস্থায়, রাম লাল জাটের আবেদন রাজস্থান পুলিশ অধস্তন পরিষেবা বিধি, ১৯৮৯-এর বিধি ২৪(৪)-এর অধীনে প্রত্যাখ্যান করা হয়।

The Supreme Court approved the new rule regarding government jobs

কি রয়েছে নিয়মে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, রাজস্থানের বিভিন্ন পরিষেবা (সংশোধন) বিধি, ২০০১-এর অধীনে একটি বিধান রয়েছে যে ১ জুন, ২০০২ বা তার পরে যাঁদের দু’টির বেশি সন্তান রয়েছে তাঁরা সরকারি চাকরি পাবেন না। অর্থাৎ, তাঁরা সরকারি চাকরির যোগ্য বলে বিবেচিত হবেন না।

আরও পড়ুন: শুধু আইয়ার-ঈশানকে নয়! এই ৫ তারকাকেও বাদ দিল BCCI, শেষের পথে কেরিয়ার

প্রাক্তন সেনার আবেদন কেন খারিজ হল: এদিকে, প্রাক্তন সেনা রাম লাল জাটের দু’টির বেশি সন্তান রয়েছে। এই কারণে তাঁর সরকারি চাকরির আবেদন বাতিল করা হয়েছে। রাম লাল জাট এই বিষয়ে সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে রাজস্থান হাইকোর্টে যান। ২০২২ সালের অক্টোবরে এই বিষয়ে রায় দেওয়ার সময়ে, রাজস্থান হাইকোর্ট এই বিষয়ে হস্তক্ষেপ করতে অস্বীকার করেছিল।

আরও পড়ুন: লুকিয়ে ছিল গভীর সমুদ্রে, খুঁজে বের করলেন বিজ্ঞানীরা! উদ্ধার ২৪০ মিলিয়ন বছরের পুরনো চাইনিজ ড্রাগন

রাজস্থানে কেন এমন নিয়ম চালু হল: জানিয়ে রাখি যে, বিচারপতি কান্তের বেঞ্চ বলেছে যে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের যোগ্যতার বিষয়েও একই বিধান রয়েছে। ২০০৩ সালে, সুপ্রিম কোর্ট জাভেদ বনাম রাজস্থান রাজ্যের মামলায় এটি বহাল রাখে। এর আওতায় দুইয়ের বেশি সন্তান থাকলে প্রার্থীরা লড়াইয়ের অযোগ্য বলে বিবেচিত হবেন। মূলত, এই বিধানের উদ্দেশ্য হল পরিবার পরিকল্পনার প্রচার করা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর