বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান সময়ে একে করোনা, তাঁর উপর ড্রিমার্সদের (Dreamers) নিয়ে সংকটে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মা-বাবার সাথে আমেরিকায় আসা তরুণ তরুণীরা ‘ড্রিমার্স’ নামে পরিচিত। প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা ‘ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস’ প্রকল্প চালু করে এই তরুণ তরুণীদের ওদেশে থাকার এবং কাজের ব্যবস্থা করেছিলেন।
কিন্তু বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নেন। কিন্তু তা খারিজ করে দিল মার্কিন সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার এই রায় দেয় মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি গণ।
ড্রিমার্স তাড়াতে চায় ট্রাম্প
প্রায় ৬ লাখ তরুণ-তরুণীকে দেশ থেকে বিতাড়িত করার চেষ্টায় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মা-বাবার সাথে আমেরিকায় আসা ড্রিমার্সদের দেশ থেকে হাটাতে চেয়েছিলেন তিনি। সেই মত ২০১৭ সালে কোর্টে একটি নোটিশ জমা দেন তিনি। কিন্তু তখনও তাঁর এই অনুরোধ ‘বিধিবহির্ভূত’ বলে জানিয়েছিল নিম্ন আদালত।
ট্রাম্পের বিপক্ষে কোর্ট
ফের আবারও ট্রাম্প এই বিষয় নিয়ে কোর্টে মামলা করেন। বৃহস্পতিবার মার্কিন সুপ্রিম কোর্টের ৫ বিচারক নিম্ন আদালতের দেওয়া রায় বহাল রেখে ট্রাম্পের বিপক্ষে রায় ঘোষণা করেন। তবে কোর্টের বিপক্ষে থাকেন ৪ জন। রক্ষণশীল হিসেবে খ্যাত প্রধান বিচারক জন রবার্টস বিচারের সময় অন্যান্য বিচারকদের সঙ্গে সম্মিলিতভাবে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনার বিরোধিতা করে বলেন, ”ডিএসিএ কর্মসূচি বাতিল, অথবা কোনটি ভাল নীতি এ বিষয়ে আমরা কোন সিদ্ধান্ত নিইনি। শুধুমাত্র অভিযোগের পক্ষে যথাযথ প্রমাণ আছে কিনা, আমরা দেখেছি”।
আশাহত ট্রাম্প
নিজের বিপক্ষে রায় ঘোষণার পর, আশাহত ট্রাম্প জানান, ”ডিএসিএ নিয়ে আমি আইনি সমাধান চেয়েছিলাম, তবে রাজনৈতিক ভাবে নয়। তবে এবার সবকিছুই আবার নতুন করে শুরু করতে হবে”।