বাংলাহান্ট ডেস্কঃ করোনা (corona virus) নিয়ে সারা বিশ্ব তোলপাড়, দিনে দিনে বেড়েছে চলেছে আক্রান্তের সংখ্যা। পাশাপাশি হানা দিয়েছে মৃতের সংখ্যাও। ভ্যাকসিনের খোঁজে নিরন্তর বৈজ্ঞানিকরা চেষ্টা চালিয়ে যাচ্ছে, আবার কোথাও কোথাও চলছে ওষুধের খোঁজ।
জানা গিয়েছে, সুইডিশ সংস্থা Enzymatica বলছেন, তাদের তৈরি মাউথ স্প্রে ‘কোল্ড জাইম’ করোনার প্রকোপ কমাতে পারে অনেকটা। মাত্র ২০ মিনিটে ৯৮.৩ শতাংশ ভাইরাস মারতে পারে। ল্যাব টেস্টে দেখা গিয়েছে যে, ওই স্প্রে মুখে দিলে তা করোনার সুরক্ষাকবচ তৈরি করতে পারে।
ওই মাউথ স্প্রে গ্লাইসেরল ও আটলান্টিক কড ট্রাইপসিন দিয়ে তৈরি হয়। সেই স্প্রে দিয়ে একটি পরীক্ষা চালানো হয়। পরীক্ষায় দেখা গিয়েছে, একধাক্কায় ৯৮.৩ শতাংশ ভাইরাস মেরে ফেলছে মাত্র ২০ মিনিটে।
উল্লেখ্য, এর আগে পরীক্ষা দেখা গিয়েছিল যে, আরও এক করোনা ভাইরাসের থেকেও সুরক্ষা দিতে পেরেছিল এই মাউথ স্প্রে। গবেষকরা জানাচ্ছেন শুধু কোভিড নয় আরও অনেক করোনা ভাইরাসের ক্ষেত্রেই সমান কার্যকরী হতে পারে এই স্প্রে।
সংস্থার দাবি, উপসর্গ তৈরি হওয়ার আগে মুখে স্প্রে করলে ভাইরাস ছড়ানোর সম্ভাবনা কমে যায়। মুখ ও গলায় স্প্রে করা হলে সংক্রমণের সম্ভাবনা কমে অনেকটাই।
আর কয়েক সপ্তাহ’র মধ্যে একটি ওষুধ বাজারে ছাড়া হবে। করোনার টিকা তৈরির লক্ষ্যে ইরানি গবেষকদের অব্যাহত প্রচেষ্টার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আশা করছি এক্ষেত্রেও সাফল্য আসবে।
অন্যদিকেম ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাইদ নামাকি জানিয়েছিলেন, করোনাভাইরাসের টিকা তৈরির কাজে বেশ অগ্রগতি হয়েছে। প্রাণীর ওপর করোনাভাইরাসের সম্ভাব্য টিকার পরীক্ষা সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই তা পরীক্ষামূলকভাবে মানব দেহে প্রয়োগ করা হবে।
এছাড়া ইরানের ৫৭টি গবেষক দল করোনাভাইরাসের ওষুধ তৈরির জন্য কাজ করছেন বলে তিনি জানান। গোটা বিশ্বকে গ্রাস করেছে করোনা। ক্রমশ বাড়ছে সংক্রমণের আশঙ্কা।
কয়েক মিলিয়ান মানুষ মারণ ভাইরাসে আক্রান্ত। ইরানেও ক্রমশ বাড়ছে সংক্রমণ। সে দেশেও কয়েক লক্ষ মানুষ করোনায় আক্রান্ত। যদিও ইরানের অনেক তথ্য গোপন করার অভিযোগ রয়েছে।