তালিবানিরা দেশের জন্য লড়াই করছে, ওঁদের জঙ্গি বলা উচিৎ নয়! উর্দু কবি মুন্নাবর রানার মন্তব্যে বিতর্ক

বাংলাহান্ট ডেস্কঃ একদিকে যখন তালিবানি আতঙ্কে জর্জরিত গোটা আফগানিস্তান, তখন এই জঙ্গিদের পক্ষেই মত দিলেন উর্দু কবি মুন্নাবর রানা (munawwar rana)। ‘নিজেদের দেশের জন্য লড়ছে, তালিবানরা সন্ত্রাসী নয়’- ভারতের মাটিতে দাঁড়িয়ে, তাঁর এমন মন্তব্যে তোলপাড় শুরু হয়েছে গোটা দেশ জুড়েই।

তালিবানদের কোন মতেই সন্ত্রাসবাদী বলতে নারাজ বছর ৬৮-র এই উর্দু কবি। তাঁর চোখে কোন দোষই নেই তালিবানদের। তিনি মনে করেন, ‘জন্মভূমিকে মুক্ত করার জন্যই তালিবানরা এই লড়াই করে চলেছে। তবে কিভাবে তাঁরা নিজেদের দেশকে মুক্ত করবে, সেটা সম্পূর্ণ তাঁদের ব্যাপার। ইংরেজের পরাধীনতার নাগপাশ থেকে যদি ভারতীয়রা নিজেদের দেশকে মুক্ত করতে পারে, তাহলে তালিবানদের ক্ষেত্রে সমস্যাটা কোথায়? কোনভাবেই ওদের সন্ত্রাসবাদী বলা যায় না’।

13 35 234817483munawwarrana

তিনি আরও বলেন, ‘তালিবানদের থেকে ভারতের ভয় পাওয়ার কোন কারণ নেই। সন্ত্রাসবাদী না বলে, ওদের আক্রমনাত্মক বলা ভালো। ইতিহাস বলছে, ভারতের সঙ্গে আফগানিস্তানের কোন দিন খারাপ সম্পর্ক ছিল না। আফগানিস্তানের তালিবানদের দ্বারা, ভারতীয়দের আক্রমণের কোন খবরও পাওয়া যায়নি। ওদের নিয়ে কোন ভয় নেই। তবে দীর্ঘ ২০ বছর ধরে মার্কিন সেনা সেখানে মোতায়েন থাকার পরও, আফগানবাসী কিভাবে সেখানে দিন কাটিয়েছেন, তা কারো জানা নেই’।

বর্ষীয়ান এই কবির এমন মন্তব্যে বিতর্কেরে দানা বেঁধেছে। ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই। এবিষয়ে দিল্লী মহিলা আয়োগের প্রাক্তন চেয়ারপার্সন বরখা শুক্লা সিং ট্যুইটারে লেখেন, ‘মুন্নাবর রানা, আপনি বরং এক কাজ করুন। আপনি গিয়ে তালিবানদের সঙ্গেই যোগ দিন। ওটাই আপনার জন্য শ্রেষ্ঠ জায়গা’।


Avatar
Smita Hari

সম্পর্কিত খবর