মন্দির দেবতারই, সম্পত্তির মালিক স্বয়ং ঈশ্বর- ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

বাংলাহান্ট ডেস্কঃ মন্দির দেবতারই, মন্দিরের সম্পত্তির মালিক হচ্ছেন স্বয়ং ঈশ্বর- মঙ্গলবার এমনই রায় দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মধ্যপ্রদেশ হাই কোর্টের এক রায়ের বিরুদ্ধে করা মামলার শুনানিতে এমনই রায় দিল সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেঞ্চ।

সঙ্গে আরও জানিয়ে দেওয়া হল- ব্যক্তিগত মন্দির এবং জনসাধারণের মন্দিরের ক্ষেত্রে এই নিয়মের কিছুটা পরিবর্তন হতে পারে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেঞ্চ জানিয়ে দিয়েছে, কোন ব্যক্তির বাড়িতে যে ঠাকুর বা মন্দির রয়েছে, সেই মন্দিরের অধিকার শুধুমাত্র বাড়ির মালিকের রয়েছে।

purohith bnh

তবে জনসাধারণের জন্য যে মন্দির রয়েছে, সেই মন্দিরের উপর অধিকার শুধুমাত্র ভগবানের। পুরোহিতরা মন্দির দেখভাল করলেও, মন্দিরের সম্পত্তির উপর অধিকার রয়েছে শুধুমাত্র ভগবানের। এই সকল মন্দিরের জমি হোক বা কোন সম্পদ তা সরাসরি কোন পুরোহিত বিক্রি করতে পারবেন না। শুধুমাত্র তাঁরা দেখভাল করতে পারেন।

ভূমিশ্বরের অধিকার নিয়ে করা পুরোহিতদের মামলার ঠিক এমন রায়ই দিল সুপ্রিম কোর্ট। যার ফলে, এবার থেকে কোন পুরোহিত বেআইনিভাবে আর কোন মন্দিরের অংশ বা জমি বা সম্পত্তি বিক্রি করতে পারবেন না। পুরোহিতরা শুধুমাত্র মন্দির তদারকির কাজ করতে পারবেন। তবে মন্দিরের সম্পত্তির উপর অধিকার শুধু ভগবানের।

এই মামলার রায়ে বিচারপতি হেমন্ত গুপ্ত এবং বিচারপতি এএস বোপান্নার বেঞ্চ জানায়, পুরোহিত মন্দিরের জমি বিক্রি না পারলেও, কেবলমাত্র জমি সংক্রান্ত কাজ করতে পারেন একজন পুরোহিত’।

Smita Hari

সম্পর্কিত খবর