ভয়ানক সত্য: ইতালিতে অন্তিম সংস্কারের জন্য পাওয়া যাচ্ছে না খ্রিস্টান ধর্মগুরু

বাংলাহান্ট ডেস্কঃ ২০২০ তে দেখা দিয়েছে মারণ করোনাভাইরাস (corona virus)। আর এই ভাইরাসের জন্য সারা বিশ্ব যেন কূল কিনারা পাচ্ছে না। সারা দুনিয়ায় যেন মৃত্যু মিছিল লেগে গেছে। দেশে শুরু হয়েছে ‘লকডাউন’ (lockdown)। আর এর জেরে মানুষ বাড়ি থেকে দ্রকার ছাড়া বেরোতে পাচ্ছে না। পাশাপাশি, অনেকে ভয়েতেও অনেকে বাইরের মুখ দেখতে চাইছে না। ইতালিতে মৃতের সংখ্যা দিনদিন এত বেড়ে যাচ্ছে অন্তিম সংস্কারের জন্য পাওয়া পাওয়া যাচ্ছে না পাদ্রী । মৃত্যুর হওয়ার পর ইটালিতে (italy) সৎকার করার জন্য খ্রিষ্টানদের (Christians) পাদ্রী পাওয়া যাচ্ছে না। খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে তারা যাচ্ছে।

outbreak coronavirus world 1024x506px

ইতালিতে অন্তিম সংস্কারের জন্য পাওয়া যাচ্ছে না খ্রিস্টান ধর্মগুরু ইটালিতে।  কোরোনা ভাইরাসজনিত কারণে সাড়ে সাত মাইলের বেশি নাগরিকের মৃত্যু হতে পারে বলে জানা গিয়েছে। তবে এই সর্বকালের এক এবং ভয়াভহ অসুবিধার মধ্যে দিয়ে সবাই যাচ্ছে।

corona 4

এই  ঘটনাটি ইতালির বার্গোমো শহর। এখানে কোভিড -১৯-এ ঘটে যাওয়া মৃত্যুর পরে লোকেরা আপনার অনুশীলনগুলির শেষ সংস্কৃতিতে পর্যবেক্ষণ করারা জন্য  খ্রিষ্টানদের পাদ্রী পাওয়া যাচ্ছে না। বার্গোমো ক্র্যাক্টরি জেনারাল মনসিনগোর গিলিও ডেলাউইট বলছেন, যে একজন সাধারণ মানুষের মাঝে ঘেরা রাস্তা থাকে। কিছু কিছু ঠিক আছে বা আবার কিছু কিছু, বেশিরভাগ বাড়িতে থাকুন।

 

 

সম্পর্কিত খবর