চতুর্থ দিন পর্যন্ত চলবে তো টেষ্ট নাকি তার আগেই শেষ? টিকিট কেটে চিন্তায় পড়ে গিয়েছেন ক্রিকেট ভক্তরা।

ইন্দোরে ভারত বনাম বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ মাত্র তিন দিনেই শেষ হয়ে গিয়েছিল। ভারতীয় বোলারদের দাপুটে বোলিংয়ের সামনে মাথাব নত করতে হয়েছিল বাংলাদেশি ব্যাটসম্যানদের। ফলে সেই খেলা তিন দিনেই শেষ করে দেয় ভারত। আর ফের এমনই সম্ভাবনা তৈরি হয়েছে দেশের মাটিতে অনুষ্ঠিত হওয়া প্রথম দিনরাত্রি টেস্ট ম্যাচেও। দেশের মাটিতে প্রথম দিনরাত্রি টেস্ট তাই টিকিটের চাহিদা তুঙ্গে। প্রথম তিন দিনের টিকিট অনেক দিন আগেই বিক্রি হয়ে গিয়েছে আর তাই প্রথম তিন দিনের টিকিট না পেয়ে চতুর্থ এবং পঞ্চম দিনের টিকিট কেটেছেন অনেকে। কিন্তু ইতিমধ্যে তাদের কাছে একটা প্রশ্ন ঘোরাফেরা করছে চতুর্থ দিন পর্যন্ত এই খেলা যাবে তো? নাকি তৃতীয় দিনেই শেষ হয়ে যাবে ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেষ্ট ম্যাচ।

এই ম্যাচ শুরু হওয়ার আগে থেকেই অনেকে দাবি করেছিলেন যে গোলাপি বল বেশি সুইং হবে এবং সন্ধ্যার সময় এই বল দেখতে সমস্যা হবে ব্যাটসম্যানদের। কিন্তু এই সকল ধারণাকে পিছনে ফেলে রাত্রি নামার আগেই ভারতীয় বোলারদের দাপুটে বোলিংয়ের সামনে মাত্র 106 রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস।

25757964810fcdef73979a6b27e98e071c99b2618

বাংলাদেশের প্রথম ইনিংস মাত্র 106 রানে শেষ হয়ে গেলেও, পিচকে গুরুত্ব না দিয়ে ব্যাটিং করে চলেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এইদিন প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে যাবে পড়ে যায় ভারতীয় দল। পরে পূজারা এবং বিরাট এগিয়ে নিয়ে যায় ভারতের স্কোরবোর্ড। পূজারা ব্যক্তিগত 55 রানে আউট হন কিন্তু এখনো পর্যন্ত 59 রান করে ক্রিজে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তবে এখন এটাই দেখার যে টেস্ট কতদিন চলে।

Udayan Biswas

সম্পর্কিত খবর