বাংলাহান্ট ডেস্ক : চলতি বছরে মুক্তি পাওয়া সবচেয়ে বিতর্কিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story)। এই ছবির হাত ধরে অভিনয় জগতে বড় ব্রেক পেলেন বলিউড (Bollywood) অভিনেত্রী অদা শর্মা (Adah Sharma)। যদিও এর আগে বহু ছবিতে দেখা গেছে তাঁকে। কেবলমাত্র হিন্দি ছবি নয়, তামিল, তেলেগু সহ বেশ কিছু ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেলেন এই ছবির হাত ধরে।
বিতর্ক ছিল বহু। সেই সব বিতর্ককে পেছনে ফেলে রেকর্ড গড়েছে সুদীপ্ত সেন পরিচালিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’। ২০২৩ এ মুক্তিপ্রাপ্ত সবচেয়ে চর্চিত ছবি এটি। তবে এই ছবি নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে চলেছে নানান তর্ক বিতর্ক। সরগরম হয়ে উঠেছিল রাজনৈতিক মহল। বিজেপি বিরোধী প্রায় সব রাজ্যেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল ছবিটি।
এমনকি পশ্চিমবঙ্গেও এই ছবি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। যদিও সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে উঠে যায় সেই নিষেধাজ্ঞা। আর এবার এক ধাক্কায় অনেকটাই কমে গেল এই ছবির টিকিটের মূল্য। ৫ই জুন থেকে নতুন টিকিটের দাম ধার্য করা হয়েছে। জানা যাচ্ছে, মাত্র ৯৯ টাকা খরচ করলেই প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘দ্য কেরালা স্টোরি’।
বঙ্গসন্তান সুদীপ্ত সেন পরিচালিত এই ছবি মুক্তি পেয়েছে মাত্র এক মাস আগে। ইতিমধ্যেই বক্স অফিসে ২৩৪ কোটি টাকারও বেশি ব্যবসা করে ফেলেছে এই ছবি। মুক্তির একমাস পরেও এখনও চর্চার কেন্দ্র বিন্দুতে রয়েছে ‘দ্য কেরালা স্টোরি’। নিত্যদিন হল মুখী হচ্ছেন সিনে প্রেমীরা।
বিতর্ক এবং ছবির ওপর নিষেধাজ্ঞা জারি করা নিয়ে একাধিক তারকা নিজেদের মতামত জানিয়েছেন। সেই তালিকায় রয়েছেন বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ। অভিনেতা নাসিরউদ্দিন শাহ , নওয়াজউদ্দিন সিদ্দিকী থেকে শুরু করে দক্ষিণী তারকা কমল হাসান এর মতন ব্যক্তিত্ব।
যদিও বিতর্ক থাকলেও থেমে থাকেনি ছবির বাণিজ্যিক সাফল্য। আর এবার আয়ের অঙ্কটা আরও বাড়াতে টিকিটের দাম কমিয়ে ফেলার সিদ্ধান্ত নিলেন এই ছবির নির্মাতারা। এমনটাই মনে করছেন বিশিষ্টজনেরা।