পেগাসাসের জের, কেন্দ্রীয় মন্ত্রীর হাত থেকে কাগজ কেড়ে ছিঁড়ে ফেললেন তৃণমূল সাংসদ! তোলপাড় রাজ্যসভা

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ পেগাসাস কাণ্ডের জেরে বৃহস্পতিবারের রাজ্যসভার অধিবেশন মুলতুবি করা হল আগামিকাল পর্যন্ত। তোলপাড় শুরু হয় রাজ্যসভার অন্দরে। এদিন অধিবেশনের শুরু থেকেই ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাস নিয়ে সরব হয়েছিল বিরোধীরা। সেই ক্ষোভের জল গড়ায় অনেক দূর।

বিরোধীরা দাবি করে, ওই স্পাইওয়্যার পদ্ধতির ব্যবহার করে দেশের একাধিক রাজনীতিবিদ সহ বিশিষ্ট ব্যক্তিদের ফোন ট্যাপ করেছে সরকার। এই ঘটনার শিকার খোদ আইটি মিনিস্টারও। তাঁর ফোনেও আড়িপাতা হয়েছে বলে জানা গিয়েছে।

এদিন রাজ্যসভায় কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরির সঙ্গেও বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তাঁদের অভিযোগ সরকারের বিরুদ্ধে। এবিষয়ে তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ হাতে কাগজ নিয়ে বিবৃতি দিতে উঠলে, তাঁর হাত থেকে কাগজ নিয়ে তা ছিঁড়ে ফেলেন শান্তনু সেন। এই ঘটনায় আরও বেশি করে উত্তেজিত হয়ে পড়ে রাজ্যসভার অন্দর।

এই ঘটনার প্রতিবাদ করে বিজেপি সাংসদ স্বপন দাসগুপ্ত বলেন, ‘প্রতিবাদ হওয়া উচিৎ এই গুন্ডাগিরির’। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আগামিকাল পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতুবি করা হয়।

X