ট্রেনকে দড়ি বেঁধে টেনে আনতে হয়েছিল! ‘ম্যান মেড বন্যা’র ভয়াবহতার কথা তুলে ধরলেন মমতা

বাংলাহান্ট ডেস্কঃ বন্যা প্লাবিত বাংলার (west bengal) জন্য DVC কেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আবারও এই বন্যাকে ‘ম্যান মেড ফ্লাড’ তকমা দিয়ে কেন্দ্র এবং DVC-র দিকেই ছুঁড়ে দিলেন আক্রমণাত্মক বাণ। সেইসঙ্গে এই দুর্যোগের জন্য DVC-র থেকেও ক্ষতিপূরণ চাইবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী।

একদিকে নিম্নচাপের বৃষ্টি অন্যদিকে বাঁধভাঙা জল সবমিলিয়ে পুজোর মুখে প্লাবিত বাংলার বহু এলাকা। তারউপর DVC-র ছাড়া জলে প্লাবিত হয়ে গিয়েছে বাংলার একের পর এক গ্রাম। তবে কলকাতা ও আসানসোলের জল নেমে গেলেও DVCকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।

cm mamata 3

মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘আগে থেকে কেন জল ছাড়ার কথা বলছে না DVC? আমরা সাড়ে ৫০০ কোটি খরচ করে চেকড্যাম ক্লিন করেছি, সাড়ে ৩ লক্ষের উপর পুকুর কেটেছি, দুবছরে ৪- ৫ টি ঘূর্ণিঝড় সামলেছি। ঝাড়খন্ডে বৃষ্টি হলেও, সেই জলটা বাংলায় ছেড়ে দিচ্ছে। আমাদের লোকেদের মৃত্যুর মুখে ঠেলে দেবেন না জল ছেড়ে দিয়ে’।

DVC-কে আক্রমণ করে ‘ম্যান মেড ফ্লাড’র ব্যাখায় দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আগে এত জল ছাড়তে কোনদিন দেখিনি, বড় অপরাধ এটা। আগে আমিই বলতাম ”ম্যান মেড ফ্লাড”। রেলমন্ত্রী থাকাকালীন, একদিন ফরাক্কা দিয়ে যাওয়ার সময় দেখেছিলাম একটা ট্রেন হঠাৎ করে জলে ভর্তি হয়ে গেল। ট্রেনটাকে তখন দড়ি বেঁধে আনতে হয়েছিল। তখন রেল অফিসাররা জানালেন, জল ছাড়া হয়েছে। ম্যান মেড ফ্লাড এটা। আর সেই জলেই ট্রেন ডুবে গিয়েছে। সেই থেকেই আমি শব্দটা শিখেছিলাম’।


Avatar
Smita Hari

সম্পর্কিত খবর