টাইমলাইনভারতরাজনীতি

বিজেপির ‘বহিরাগতের’ তকমা মুছতে মরিয়া তৃণমূল সুপ্রিমো, বাংলা-ত্রিপুরাকে ভাইবোন বলে সম্বোধন মমতার

বাংলাহান্ট ডেস্ক : বাংলারই মতোই ত্রিপুরা (Tripura)। বাংলা যদি তার ঘর হয় তাহলে ত্রিপুরাও তার একটি ঘর। ত্রিপুরা নতুন কিছু নয় তার কাছে। তিনি গোটা রাজ্যে ঘুরেছেন। মঙ্গলবার আগরতলায় এক জনসভা থেকে এমনটাই বললেন তৃণমূল (All India Trinamool Congress) প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দীর্ঘ পাঁচ কিলোমিটার পদ যাত্রা শেষে তিনি যোগ দেন এই জনসভায়।

crockex

এই জনসভার মাধ্যমে তিনি বোঝালেন বাংলার সাথে ত্রিপুরার আত্মিকতার কথা। পাশাপাশি বিজেপির দেওয়া বহিরাগত তত্ত্ব খারিজ করে দিলেন মমতা। তৃণমূল কংগ্রেস গত বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপির গায়ে বহিরাগত তকমা লাগিয়েছিল। সেই সময় নিয়মিত বাংলায় আসত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল বিজেপির কেন্দ্রীয় নেতাদের ‘ডেইলি প্যাসেঞ্জার’ বলেও কটাক্ষ করতেন।

ত্রিপুরায় বিধানসভা নির্বাচন আগামী ১৬ই ফেব্রুয়ারি। তৃণমূল সেখানে ২৮ টি আসনে প্রার্থী দিয়েছে। এবার ত্রিপুরার বিজেপি তৃণমূলকে বহিরাগত বলে আখ্যায়িত করেছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় সেই অভিযোগ খন্ডন করে ত্রিপুরার মানুষকে বলেছেন যে ত্রিপুরা আর বাংলা তার কাছে একই রকম। ত্রিপুরার মানুষ যদি তাকে সুযোগ করে দেন তাহলে তিনিও তাদের ভালোমন্দ দেখভাল করবেন।

মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মাতাবাড়ি মন্দিরটাকে সুন্দর করে সাজাতে পারে না? কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপিঠে যান। কি করে দিয়েছি দেখে আসুন।” এ দিনের জনসভা থেকে মমতা বলেন, “কোনও পার্থক্য নেই বাংলা ও ত্রিপুরার সংস্কৃতিতে। আপনাদের আর আমার ভাষা এক। আমাদেরও যা রান্না, আপনাদের সেই রান্না। যে শঙ্খধ্বনি আপনাদের, সেই শঙ্খধ্বনি আমাদের। আপনাদের ধর্ম সর্বধর্মসমন্বয়, আমাদেরও তাই।”

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker