বাংলাহান্ট ডেস্কঃ আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) বন্ধুত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। মোদীর মুখে যেমন আমেরিকা এবং ট্রাম্পের প্রশংসা শোনা গেছে বহুবার, তেমনই ভারত এবং সর্বোপরি মোদীজির প্রশংসায় পঞ্চমুখ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন ভারত সম্পর্ক
কখনও আমেরিকায় ভারতের প্রধানমন্ত্রী মোদীর উদ্দ্যেশ্যে আয়োজিত ‘হাউডি মোদী’, তো আবার কখনও আমেদাবাদে স্টেডিয়াম উদ্বোধনে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠান। বিভিন্ন সময়ে এই দুই দেশের প্রধানদের মধ্যেকার মিত্রতার সম্পর্ক প্রকাশ্যে এসেছে। এমনকি মহামারি করোনা ভাইরাসের সংকটের দিনেও অন্যান্য দেশের মতো আমেরিকার পাশেও দাঁড়িয়েছিল ভারত। পাল্টা সৌজন্যে আমেরিকাও ভারতকে সাহায্য করেছে মন খুলে।
মোদীর শুভেচ্ছা আমেরিকাবাসীকে
গতকাল ৪ ঠা জুলাই শনিবার ছিল আমেরিকার ২৪৪ তম স্বাধীনতা দিবস। সংকটের মুহূর্ত হলেও এই দিনে ট্রাম্প এবং আমেরিকাবাসীকে অভিনন্দন জানতে ভোলেননি প্রধানমন্ত্রী মোদী। শনিবার এক ট্যুইট বার্তায় মোদীজি লেখেন, ‘আমি ডোনাল্ড ট্রাম্পসহ আমেরিকার সমস্ত নাগরিকদের ২৪৪ তম স্বাধীনতা দিবসের জন্য শুভেচ্ছা জানাই।’
Thank you my friend. America loves India! https://t.co/mlvJ51l8XJ
— Donald J. Trump (@realDonaldTrump) July 4, 2020
ট্রাম্পের জবাব
বন্ধু দেশ ভারতের প্রধানমন্ত্রীর থেকে এই শুভেচ্ছা বার্তা গ্রহণ করে, ট্রাম্প জবাবে লিখলেন, “ধন্যবাদ বন্ধু মোদী। আমেরিকাও ভালোবাসে ভারতকে।” পরবর্তীতে মহামারির সংক্রমণের আশঙ্কার মধ্যে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়জিত দক্ষিণ ডাকোটার অনুষ্ঠানে যোগদান করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।