সেদিন ঠিক কি হয়েছিল নির্যাতিতার সঙ্গে? CCTV ফুটেজ থেকে মিলল চঞ্চল্যকর তথ্য

Published on:

Published on:

The victim now opens up about the Durgapur rape incident

বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজে পড়ুয়া এক তরুণীর ওপর নৃশংস নির্যাতনের অভিযোগে তোলপাড় গোটা জেলা (Durgapur Rape Incident)। পুলিশের জালে ধরা পড়েছে ৩ অভিযুক্ত। উদ্ধার হয়েছে নির্যাতিতার মোবাইল ফোনও। কলেজের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে পুরো ঘটনার সময়রেখা।

ঘটনার সময় কি হয়েছিল?

পুলিশ সূত্রে জানা যায় নির্যাতিতা জানিয়েছেন যে, শুক্রবার রাতে খাবার আনতে কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন দুই ডাক্তারি পড়ুয়া। অভিযোগ, তাঁদের পিছু নেয় তিনজন যুবক। ভয় পেয়ে ছাত্রী এবং তাঁর সহপাঠী দৌড়তে শুরু করেন। সহপাঠী কোনোমতে পালাতে সক্ষম হলেও ছাত্রীকে ধরে ফেলে অভিযুক্তরা। তারপর পরানগঞ্জ কালীবাড়ি শ্মশান লাগোয়া জঙ্গলে টেনে নিয়ে যায় ওই তিন যুবক। সেখানেই ঘটে নির্যাতনের ঘটনা বলে অভিযোগ নির্যাতিতার।

নির্যাতিতা আরও জানান, পরে সেখানে আরও দু’জন আসে। তাঁদের উপস্থিতি টের পেয়ে প্রথমে তিন অভিযুক্ত পালিয়ে গেলেও কিছুক্ষণের মধ্যেই ফিরে আসে তাঁরা। অভিযোগ, ফের জঙ্গলে এসে তাঁরা টাকার দাবি করে এবং নির্যাতিতার মোবাইল ফোন থেকে তাঁর সহপাঠীকে ফোন করে ডেকে নেয়। তারপর সহপাঠীর সঙ্গেই কলেজে ক্যাম্পাসে ফিরে যান নির্যাতিতা।

সিসিটিভি ফুটেজ থেকে মিলেছে ঘটনার (Durgapur Rape Incident) সূত্র

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতের সিসিটিভি ফুটেজেই মিলেছে ঘটনার সূত্র। ফুটেজ অনুযায়ী-

  • রাত ৭টা ৫৮ মিনিটে: কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে যান ছাত্রী ও তাঁর সহপাঠী।
  • রাত ৮টা ৪২ মিনিটে: একাই ফিরে আসেন সহপাঠী।
  • রাত ৮টা ৪৮ মিনিটে: ফের বাইরে যান তিনি।
  • রাত ৯টা ২৯ মিনিটে: নির্যাতিতা ও সহপাঠীকে একসঙ্গে ক্যাম্পাসে ঢুকতে দেখা যায়।
  • রাত ৯টা ৩১ মিনিটে: গার্লস হস্টেলে প্রবেশ করেন নির্যাতিতা।

এই তথ্যগুলিই এখন পুলিশের হাতে অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে রয়েছে।

ধৃত ৩ অভিযুক্ত, অধরা ২

তদন্তে নেমে পুলিশ শনিবার রাতে তিন জনকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম অপু বাউড়ি (২১), ফিরদৌস শেখ (২৩) এবং শেখ রিয়াজউদ্দিন (৩১)। তিনজনই দুর্গাপুরের বিজড়া এলাকার বাসিন্দা। সূত্রের খবর, আরও ১জনকে আটক করা হয়েছে এবং ২ অভিযুক্ত এখনও অধরা। অভিযুক্তদের কাছ থেকেই উদ্ধার হয়েছে নির্যাতিতার মোবাইল ফোন, যা আগেই কেড়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ। সেই ফোন থেকেই অভিযুক্তদের খোঁজ পেয়েছে পুলিশ।

The victim now opens up about the Durgapur rape incident

আরও পড়ুনঃ পুলিশের জালে ৩ অভিযুক্ত! দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডের অভিযুক্তদের নাম প্রকাশ করলেন শুভেন্দু

ঘটনার (Durgapur Rape Incident) পর থেকেই উত্তপ্ত দুর্গাপুর। দুর্গাপুর মেডিক্যাল কলেজের পড়ুয়ারা নিরাপত্তা বাড়ানোর দাবিতে সরব হয়েছেন। শহরজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনার পর। পুলিশ জানিয়েছে, ঘটনার পুনর্নির্মাণ চলছে এবং সিসিটিভি ও ফোন কল রেকর্ডের ভিত্তিতে আরও একাধিক তথ্য যাচাই করা হচ্ছে।