বাংলা হান্ট ডেস্কঃ ভারতে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় ইউরোপীয় পার্লামেন্টের ১৫৪ জন সদস্যদের আনা প্রস্তাব নিয়ে ভোটাভুটি পিছলো আগামী মার্চ পর্যন্ত। প্রসঙ্গত, ইউরোপীয় পার্লামেন্টের ১৫৪ জন সদস্য এই আইনকে বিশ্বে রাষ্ট্রহীনতার পক্ষে সবচেয়ে বড় সঙ্কট বলে আখ্যা দিয়েছেন । তারপর শুধু সেখানেই থেমে থাকেননি তাঁরা, রীতিমতো একটি প্রস্তাবও তৈরি করে ফেলেছিলেন । যা এই সপ্তাহে ব্রাসেলসে পার্লামেন্টের অধিবেশনে পেশ হওয়ার কথা ছিল ভোটাভুটির জন্য ।
ইউরোপীয় পার্লামেন্টের এই প্রস্তাবে আরও বলা হয়েছে, ভারতের এই নতুন আইন সরকারের হিন্দু জাতীয়তাবাদী এজেন্ডাকে ভীষণভাবে প্রকট করেছে, যা অত্যন্ত ভয়ানক হয়ে উঠতে পারে বিশ্বের কাছেও । এই আইনের প্রকৃতিই হল বিভাজন । অন্যায়ভাবে ধর্মীয়গোষ্ঠীগুলির থেকে মুসলিমদের বিভাজন ঘটনা হচ্ছে ।
সূত্রের খবর, ইউরোপীয় পার্লামেন্টে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৬টি দেশের সদস্যদের নিয়ে গঠিত প্রগতিশীল এস ডি গোষ্ঠী রয়েছে । ওই গোষ্ঠীর আরও প্রস্তাব রয়েছে, মানবাধিকার, নাগরিক ও রাজনৈতিক অধিকার রক্ষা এবং সব ধরনের জাতি বৈষম্য দূর করার লক্ষ্যে আন্তর্জাতিক অঙ্গীকারের প্রতি ভারও দায়বদ্ধ বটে ।
এই প্রস্তাবের উপর ভোটাভুটি খারিজ হওয়াকে একরকম কূটনৈতিক জয় বলেছে নয়াদিল্লি ।পার্লামেন্টের ভারতীয় বংশোদ্ভূত দুই সদস্য ভারতের পক্ষে সওয়াল করেন । নয়া নাগরিকত্ব আইন নিয়ে বক্তব্য রাখেন । ওঁদের বক্তব্যের জেরেইব ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্টেরল যুগ্ম অধিবেশনে প্রস্তাবটি ভোটাভুটি রাখা হলে তা পিছিয়ে যায় মার্চ পর্যন্ত ।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার