চীনকে যোগ্য জবাব দিতে প্রস্তুত ভারত, হাসিমারায় মোতায়েন হল যুদ্ধবিমান রাফাল

বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় (west bengal) নামল রাফাল (Rafale)। দীর্ঘ প্রতীক্ষার পর বুধবার হাসিমারায় (hasimara) এসে পৌঁছল যুদ্ধবিমান রাফাল। ইস্টার্ন এয়ার কম্যান্ডের হাসিমারা বায়ুসেনাঘাঁটিতে এসে নামল রাফালের দ্বিতীয় স্কোয়াড্রন। ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদৌরিয়ার পৌরহিত্যে পুনর্গঠিত ১০১ স্কোয়াড্রনে সরকারিভাবে রাফালকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বুধবার ৬ টি রাফালকে অন্তর্ভুক্ত করা হয় এখানে। প্রথা মেনে জলকামান দিয়ে হাসিমারায় রাফালের যুদ্ধবিমানগুলিকে প্রথমে অভ্যর্থনা জানানো হয়। তারপর দেওয়া হয় জীবাণুনাশক। চীনকে চাপে রাখতে বুধবার হাসিমারায় মোতায়েন করা হল রাফাল যুদ্ধবিমান।

W1I0345 1

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভারতীয় বায়ুসেনার প্রধান আরকেএস ভাদৌরিয়া জানিয়েছেন, ‘পূর্ব ভারতে বায়ুসেনার শক্তি বাড়াতেই বাংলার হাসিমারায় রাফাল মোতায়েন করা হয়েছে। অনেক ভাবনা চিন্তা করেই এখানে রাফাল রাখা হয়েছে। যখনই যেখানে প্রয়োজন পড়বে, শত্রুরা ঠিক রাফালের উপস্থিতি টের পেয়ে যাবে’।

প্রসঙ্গত, গত বছরে পূর্ব লাদাখে ভারত- চীন সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে অরুণাচল প্রদেশের কাছেও বেশ আক্রমণাত্মক মুডে রয়েছে লাল ফৌজ। এই পরিস্থিতিতে ড্রাগনকে জবাব দিতে কড়া মুডে ভারত। চীনের প্রতিঘাতের পাল্টা জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে প্রতি মুহূর্তেই। সেই দিক থেকে কয়েকধাপ এগিয়ে গেল রায়ুসেনা বাহিনী।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর