শেয়ার বাজারে রকেটের গতি! বিনিয়োগকারীরা পেলেন ৭ লক্ষ কোটি, হু হু করে সম্পদ বাড়ল আম্বানি-আদানির

বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহের শেষ ব্যবসায়িক দিন অর্থাৎ শুক্রবারে দেশের (India) শেয়ার মার্কেটে (Share Market) বিপুল বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। ওইদিন BSE সেনসেক্স প্রায় ১,৩০০ পয়েন্ট বেড়েছে। অপরদিকে, নিফটি ৪০০ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। এই কারণে, দেশের (India) বিনিয়োগকারীদের সম্পদের পরিমাণ ৭ লক্ষ কোটি টাকারও বেশি বেড়েছে বলেও জানা গিয়েছে। শুধু তাই নয়, এই বৃদ্ধির ফলে দেশের শীর্ষ ধনকুবেরদের সম্পদের পরিমাণও হু হু করে বেড়েছে।

সম্পদ বাড়ল দেশের (India) শীর্ষ ধনকুবেরদের:

প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, ভারতের (India) সবচেয়ে মূল্যবান কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার শুক্রবার ১.১৮ শতাংশ বৃদ্ধির সাথে বন্ধ হয়েছে। এর ফলে কোম্পানির চেয়ারম্যান মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ ১.১৯ বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৯,৯৬৫ কোটি টাকা বেড়েছে। এদিকে, আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির মোট সম্পদ ২.৩৫ বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ১৯,৬৭৯ কোটি টাকা বেড়েছে। অর্থাৎ পরিসংখ্যান অনুযায়ী, আদানের মোট সম্পদের পরিমাণ আম্বানির থেকে প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।

The wealth of India top billionaires increased for rise in the share market.

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, মুকেশ আম্বানি বর্তমানে ১১৪ বিলিয়ন ডলারের সম্পদের অধিকারী হয়ে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় ১১ নম্বর স্থানে রয়েছেন। এই বছর তাঁর মোট সম্পদ ১৭.৩ বিলিয়ন ডলার বেড়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, মুকেশ আম্বানি এখন ভারত (India) তথা এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন। আর তাঁর ঠিক পরেই রয়েছেন গৌতম আদানি। মোট সম্পদের বিচারে তিনি বিশ্বের শ্রেষ্ঠ ধনী ব্যক্তিদের তালিকায় রয়েছেন ১২ নম্বর স্থানে। আদানির মোট সম্পদের পরিমাণ হল ১০৫ বিলিয়ন ডলার। চলতি বছরে তাঁর সম্পদ ২০.৮ বিলিয়ন ডলার বেড়েছে।

আরও পড়ুন: “অল টাইম হাই”-তে পৌঁছল বৈদেশিক মুদ্রার ভাণ্ডার! তৈরি হল বিরাট নজির, ভারতের কোষাগারে বিপুল বৃদ্ধি

প্রথম দশে কারা রয়েছেন: প্রসঙ্গত উল্লেখ্য, আমেরিকার শেয়ার বাজারে উত্থানের কারণে শুক্রবার বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তির মধ্যে ৭ জনের সম্পদের পরিমাণ বেড়েছে। তবে, ইলন মাস্ক, ল্যারি পেজ এবং সের্গেই ব্রিনের মোট সম্পদে সামান্য পতন ঘটেছে। বর্তমান পরিসংখ্যান অনুযায়ী, ইলন মাস্ক ২৪৩ বিলিয়ন ডলারের মোট সম্পদের পরিপ্রেক্ষিতে ধনকুবেরদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন।

আরও পড়ুন: এবার পাড়ি বিদেশে! ২ মাস ধরে হবে অনন্ত-রাধিকার বিয়ের গ্র্যান্ড সেলিব্রেশন, লন্ডনে বুক করা হল সাততারা হোটেল

এদিকে, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এই তালিকায় রয়েছেন দ্বিতীয় স্থানে। তাঁর মোট সম্পদের পরিমাণ হল ২০৫ বিলিয়ন ডলার। পাশাপাশি, ফরাসি ব্যবসায়ী বার্নার্ড আর্নল্ট ১৮৮ বিলিয়ন ডলারের সম্পদের পরিপ্রেক্ষিতে রয়েছেন তৃতীয় স্থানে। এছাড়াও. ফেসবুকের মার্ক জুকেরবার্গ রয়েছেন চতুর্থ স্থানে রয়েছেন। তাঁর মোট সম্পদের পরিমাণ হল ১৬৬ বিলিয়ন ডলার। জুকেরবার্গের মোট সম্পদ শুক্রবার সবচেয়ে বেশি বেড়েছে (৪.২৮ বিলিয়ন ডলার)। এদিকে, এই তালিকায় বিল গেটস (১৫৬ বিলিয়ন ডলার) পঞ্চম স্থানে, ল্যারি এলিসন (১৫৩ বিলিয়ন ডলার) ষষ্ঠ স্থানে, ল্যারি পেজ (১৫০ বিলিয়ন ডলার) সপ্তম স্থানে, স্টিভ বলমার (১৪৭ বিলিয়ন ডলার) অষ্টম স্থানে সের্গেই ব্রিন (১৪১ বিলিয়ন ডলার) নবম স্থানে এবং ওয়ারেন বাফেট (১৩৮ বিলিয়ন ডলার) দশম স্থানে রয়েছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর