বাংলা হান্ট ডেস্ক : ফের হামলার মুখে ভারতীয় রেল (Indian Railways)। বন্দে ভারতের (Vande Bharat) পর আততায়ীদের নজরে এবার শতাব্দী এক্সপ্রেস (Shatabdi Express)। আর এবার ঘটনা ঘটল বাংলার বুকে। পাথর ছুঁড়ে ভেঙে ফেলা হল ট্রেনের কাঁচ। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার। ঘটনার পরই হইচই। হতাহতের খবর না থাকলেও রীতিমত আতঙ্কে ভুগছে ট্রেনের যাত্রীরা। প্রশ্ন উঠছে রেলের উপর এবং একইসাথে নাগরিকদের উপরেও।
সূত্রের খবর, গত মঙ্গলবার বর্ধমানের খানা জংশন স্টেশন থেকে ট্রেন ছাড়ার পরই ঘটনাটি ঘটে। বাইরে থেকে ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হয়। পাথরটি এসে লাগে সি – ৯ কামরার একটি জানলার কাচে। পাথরের আঘাতে কাঁচের বাইরের অংশ ফেটে যায়। ভেতর দিকের কাঁচও ভেঙে যায় তৎক্ষণাৎ।
সি-৯ কামরায় যে জানলাটি ভেঙেছে তার পাশে বসা যাত্রীরা জানান, তিনি রেল লাইনের পাশে তিন জন যাত্রীকে দেখেছিলেন। তারমধ্যে ১ জন এই পাথরটি ছোঁড়ে। ঘটনায় কেউ আহত না হলেও আতঙ্ক ছড়ায় গোটা কামরায়। কামরায় হুলস্থুল শুরু হয়ে গেলেও ট্রেন থামানো হয়নি। এরপর ট্রেন মালদা স্টেশন পৌঁছালে RPF এসে ঘটনার তদন্ত শুরু করেন।
আরও পড়ুন : ঠিকানা বদলে গেল পার্থ বান্ধবীর! আলিপুর থেকে এবার কোন জেল? জল্পনা তুঙ্গে
সূত্রের খবর, ট্রেনটি মালদা স্টেশনে পৌঁছায় রাত প্রায় সাড়ে সাতটা নাগাদ। সেখানে ট্রেন থামলে RPF এসে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনাটি খতিয়ে দেখতে শুরু করে। দায়ের করা হয় এফআইআর। তবে এর আগেও ট্রেনটি বোলপুর এবং নিউ ফারাক্কায় থেমেছিল, সেখানে কেন কোনোকিছু করা হলনা তা নিয়েও প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ।
আরও পড়ুন : ‘অনুব্রতকে ভোলা যাবে না’, বীরভূমের কোর কমিটি থেকে বাদ কাজল, বড় ঘোষণা মমতার
ঘটনা প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, কয়েকটি বাচ্চা আপ শতাব্দী এক্সপ্রেসকে লক্ষ্য করে ঢিল ছুড়েছিল। তবে বিশেষ কোনও ক্ষয়ক্ষতি হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসে পাথর হামলার খবর সামনে এসেছিল। আর এবার পাথরবাজদের নজরে শতাব্দী এক্সপ্রেস। এইসব ঘটনার জেরে যে ক্রমাগত বাংলার ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না।