চিনে Apple-র বৃহত্তম iPhone তৈরির কারখানায় তুমুল সংঘর্ষ! ক্ষোভে ফেটে পড়লেন কর্মীরা! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: এবার চিনে (China) স্থিত Apple-এর সর্ববৃহৎ iPhone প্রস্তুতকারী কারখানায় হিংসাত্মক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এমনকি, ইতিমধ্যেই এই সংক্রান্ত একাধিক ভিডিও (Video) সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হতেও শুরু করেছে। এই প্রসঙ্গে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে যে, বুধবার সকলেই মধ্য চিনের ঝেংঝুতে Foxconn প্ল্যান্টের কয়েকশ কর্মী নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। মূলত, কয়েক মাস আগে থেকেই সেখানে করোনার বিধিনিষেধ জারি রয়েছে। আর ওই কারণে উত্তেজনা বেড়েছে বলে জানা গিয়েছে।

এদিকে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওগুলিতে দেখা গিয়েছে যে, কর্মীরা একটি রাস্তায় মিছিল করছেন। সেখানে সাদা পিপিই পরিহিত অবস্থায় রক্ষীদেরকেও দেখা গিয়েছে। এদিকে, আরেকটি ক্লিপে দেখা গেছে, রাতে কয়েক ডজন কর্মী সারি সারি পুলিশ অফিসার এবং একটি পুলিশের গাড়ির মুখোমুখি হয়ে চিৎকার করে বলছে, “আমাদের অধিকার রক্ষা করুন! আমাদের অধিকার রক্ষা করুন!” পাশাপাশি, অনেকে চিৎকার করে বলেছিলেন “লড়াই, লড়াই!”

সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কাতেই চলছে প্রতিবাদ: জানা গিয়েছে, বেতন না মেলায় এবং করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় এই বিক্ষোভ শুরু হয়েছিল। এই প্রসঙ্গে ব্লুমবার্গকে একজন কর্মী জানিয়েছেন, “আমি এই জায়গাটি নিয়ে সত্যিই ভয় পাচ্ছি। আমরা সবাই এখন কোভিড পজিটিভ হতে পারি।” পাশাপাশি, ফক্সকনের এক কর্মী BBC-কে জানিয়েছেন যে, কর্মীরা প্রতিবাদ করছেন কারণ Foxconn “তাদের প্রতিশ্রুতি চুক্তির পরিবর্তন করেছে”। এছাড়াও, তিনি আরও বলেন, “যে শ্রমিকরা আন্দোলন করছে তারা ভর্তুকি নিয়ে বাড়ি ফিরতে চায়।”

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, তাইওয়ানের কোম্পানি Foxconn-এর “iPhone City” নামক ফ্যাসিলিটিতে প্রায় ২ লক্ষ কর্মী রয়েছে। এমতাবস্থায়, গত অক্টোবর থেকে কারখানাটি লকডাউনের অধীনে রয়েছে। এদিকে, গত মাসে অনেক শ্রমিক পায়ে হেঁটেই প্ল্যান্ট থেকে পালিয়ে গেছেন বলে জানা গেছে। তার মাঝেই Foxconn উচ্চ বেতন এবং ভালো কাজের পরিবেশের প্রতিশ্রুতি দিয়ে নতুন কর্মী নিয়োগ করেছিল।

যদিও, এবার সেই কারখানাতেই এহেন বিক্ষোভের প্রসঙ্গ সামনে এসেছে। শুধু তাই নয়, ভাইরাল ভিডিওতে কর্মীদের প্রহার করা হয়েছে বলেও দেখা গিয়েছে। তবে, এই পুরো ঘটনার পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত Foxconn-এর তরফে কোনো প্ৰতিক্রিয়া মেলেনি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর