বাংলা হান্ট ডেস্ক: যত দিন এগোচ্ছে ততই অর্থনৈতিক পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে পাকিস্তানে (Pakistan)। বর্তমানে সেদেশ তীব্র অর্থনৈতিক সঙ্কটের সম্মুখীন হয়েছে। ঠিক সেই আবহেই এবার পাকিস্তানে মুদ্রাস্ফীতি রেকর্ড মাত্রায় পৌঁছেছে। যার প্রত্যক্ষ প্রভাব পড়েছে জনসাধারণের ওপর। এমতাবস্থায়, গত শনিবার একটি সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে যে, নগদ সঙ্কটের মুখোমুখি হয়ে পাকিস্তানের বার্ষিক মুদ্রাস্ফীতির হার ৩৮.৪২ শতাংশে পৌঁছেছে। যা রীতিমতো বিশ্ব রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।
এমন পরিস্থিতিতে, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে সেখানে। এদিকে, মুদ্রাস্ফীতির হারের এই বৃদ্ধি ঠিক তখনই ঘটেছে যখন শেহবাজ শরীফ সরকার আইএমএফের শর্ত পূরণ করতে পেট্রোলিয়াম পণ্যের কর এবং দাম বাড়িয়েছে। যার ফলে এখন মানুষের কাছে টাকা থাকলেও বাজারে জিনিসপত্রের অভাবে পরিস্থিতি কঠিন হয়ে গিয়েছে।
এই প্রসঙ্গে দ্য এক্সপ্রেস ট্রিবিউন, পাকিস্তান ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের সর্বশেষ তথ্য অনুসারে জানিয়েছে সংবেদনশীল মূল্য সূচক (SPI) বছরভর বেড়ে এখন ৩৮.৪২ শতাংশে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে গত সপ্তাহে পাকিস্তানে ৩৪ টি দ্রব্যের দাম বাড়ানো হয়েছে এবং পাঁচটি কমানো হয়েছে ও ১২ টি অপরিবর্তিত রাখা রয়েছে।
পেট্রোলের দাম বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি: এমতাবস্থায়, আমরা যদি সাপ্তাহিক তথ্য দেখি তাহলে বোঝা যাবে যে, SPI বেড়েছে ২.৮৯ শতাংশ। এদিকে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের আকষ্মিক বৃদ্ধির জেরে ভয়াবহ অবস্থার সম্মুখীন হচ্ছেন পাকিস্তানি জনগণ। এর সবচেয়ে বড় কারণ হল পাকিস্তান সরকারের জ্বালানির দাম বৃদ্ধি। তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম হঠাৎ করেই বেড়েছে। উল্লেখ্য যে, পাকিস্তানের ১৭ টি শহরের ৫০ টি বাজারে সার্ভের জন্য SPI ব্যবহার করা হয়। যেখানে নিত্যপ্রয়োজনীয় ৫১ টি জিনিসের দাম পরিমাপ করা হয়।
মুরগির দাম ১,১০০ ছুঁয়েছে: সাপ্তাহিক ভিত্তিতে পাকিস্তানে পেট্রোলের দাম ৮.৮২ শতাংশ, ভোজ্যতেলের দাম ৮.৬৫ শতাংশ, ঘি ৮.০২ শতাংশ, মুরগির দাম ৭.৪৯ শতাংশ এবং ডিজেলের দাম ৬.৪৯ শতাংশ বেড়েছে। অন্যদিকে কমেছে ডিম, পেঁয়াজ ও টমেটোর দাম। তবে এই হ্রাস উল্লেখযোগ্য নয়। কারণ এক বছর আগের তুলনায় চারগুণ দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে। মুরগির দামও এক বছরে দ্বিগুণ হয়েছে। দুধের দাম এখন প্রতি লিটারে হয়েছে ২৫০ টাকা। পাশাপাশি প্রতি কেজি মুরগির দাম বেড়েছে ৭৮০ টাকা। এছাড়াও, বোনলেস চিকেনের দাম পৌঁছে গিয়েছে ১,০০০ থেকে ১,১০০ টাকায়।