বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের বৃহত্তম অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি BlackRock-এর সিইও ল্যারি ফিঙ্ক (Larry Fink) সম্প্রতি ভারত সফর করেছেন। সেইসময়ে তিনি ভারত ও এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির (Mukesh Ambani) সঙ্গে দেখা করেন। সূত্রের খবর, ফিঙ্ক এবং আম্বানি নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গেও দেখা করেছেন। উল্লেখ্য যে, ফিঙ্ককে আমেরিকার কর্পোরেট জগতে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়।
পাশাপাশি, BlackRock Inc. বিশ্বের বৃহত্তম অ্যাসেট ম্যানেজার। জুন ত্রৈমাসিকে এটির অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট ছিল ৯.৪৩ ট্রিলিয়ন ডলার। যা ভারতের জিডিপির প্রায় তিনগুণ এবং আমেরিকার জিডিপির অর্ধেক। এদিকে, সূত্রের মতে, ফিঙ্ক নাভি মুম্বাইতে জিও ক্যাম্পাস এবং বান্দ্রা কুরলা কমপ্লেক্সে রিলায়েন্সের রিটেল হাব পরিদর্শন করেছেন। রিলায়েন্সের সিনিয়র নেতৃত্বের সঙ্গেও দেখা করেছেন তিনি।
জানিয়ে রাখি যে, গত জুলাই মাসে, Jio Financial Services এবং BlackRock একটি যৌথ উদ্যোগের ঘোষণা করেছিল। কোম্পানিটি একটি ডিজিটাল ফার্স্ট অ্যাসেট ম্যানেজার চালু করার পরিকল্পনা করছে। আগস্টে রিলায়েন্সের এজিএম-এ, ফিঙ্ক বলেছিলেন যে BlackRock ভারতের বৃহত্তম বিনিয়োগকারীদের মধ্যে একটি। BlackRock ২০১৮ সালে হেমেন্দ্র কোঠারির নেতৃত্বাধীন ডিএসপি গ্রুপের সাথে হাত মিলিয়েছিল। কিন্তু কোম্পানিটি তার শেয়ার বিক্রি করে দিয়েছে।
ভারতে ব্যবসা: BlackRock ভারতে বিনিয়োগ, অপারেশন, অ্যানালিটিক্স এবং কর্পোরেট ফাংশনে কাজ করছে। ভারতে এই সংস্থার ২,৪০০ কর্মী রয়েছে। পাশাপাশি, কোম্পানিটি বর্তমানে এশিয়ায় ৪২২ বিলিয়ন ডলার মূল্যের অ্যাসেট পরিচালনা করছে। যার মধ্যে ১৫ শতাংশ ভারতের। এছাড়াও, বিশ্বব্যাপী ক্লায়েন্টদের ভারতে ১৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে।
আরও পড়ুন: উৎসবের মরশুমে বড় চমক! হয়ে গেল DA বৃদ্ধির ঘোষণা, এই কর্মচারীদের খুলল ভাগ্য
সূত্র জানায় যে, BlackRock এর ডিজিটাল প্ল্যাটফর্ম আলাদিন রিলায়েন্সের পরিকল্পনার সাথে খাপ খায়। যেটিতে তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আর্থিক খাতে ব্যাঘাত সৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটি সূত্র জানিয়েছে, “তাদের শেষ বৈঠকটি ছিল যৌথ উদ্যোগ চূড়ান্ত করার জন্য এবং এই বৈঠকে আরও পরিকল্পনার দিকে মনোনিবেশ করা হয়েছিল।”
আরও পড়ুন: বাংলায় সর্বপ্রথম দুর্গাপুজোর প্রচলন করেন কে? ৯৯ শতাংশ ব্যক্তি জানেন না এই উত্তর
উল্লেখ্য যে, BlackRock ১৯৮৮ সালে ল্যারি ফিঙ্ক দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। ফিঙ্ক রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করলেও অর্থ উপার্জনের প্রতি এতটাই আকৃষ্ট হয়েছিলেন যে তিনি স্টক মার্কেটে প্রবেশ করেছিলেন। ১৯৮৮ সালে, ৩৫ বছর বয়সে, ফিঙ্ক তাঁর নিজের কোম্পানি খোলার সিদ্ধান্ত নেন। সেইসময়ে বিখ্যাত বিনিয়োগকারী স্টিভ শোয়ার্জম্যান তাঁকে সাহায্য করেন।