ভয়াবহ পরিস্থিতি ফ্রান্স, দেশজুড়ে জারি হল লকডাউন

বাংলাহান্ট ডেস্কঃ করোনার (COVID-19) আতঙ্কের জেরে বিশ্বজুড়ে নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদ বাড়িয়ে ৩১ শে মার্চের বদলে ১৫ ই এপ্রিল পর্যন্ত রাখার নির্দেশও দিয়েছেন। স্কুল কলেজের সাথে সাথে বিভিন্ন শপিংমল, সিনেমা হল, রিয়্যালিটি শো-এর শুটিং, অডিটোরিয়ামও বন্ধ রাখতে হবে আগামী ১৫ ই এপ্রিল পর্যন্ত।

 

মহামারির আকার ধারণকারি করোনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ফান্সের (France) সরকার নিল এক কড়া পদক্ষেপ। আগামী দুই সপ্তাহ ধরে বন্ধ থাকবে পুরো ফ্রান্স। দেশের বাইরে যাতায়াত আগেই বন্ধ রাখা হয়েছিল, আর এখন দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সমস্ত জনবহুল কর্মক্ষেত্র বন্ধ রাখার নির্দেশ দেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মার্কন।

করোনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামীকাল দুপর থেকে সমগ্র ফান্সে লকডাউন ঘোষণা করা হচ্ছে। কোন রকম কোন জমায়েত করা যাবে না। সমস্ত অনুষ্ঠান এখন বন্ধ রাখতে হবে। করোনার বিরুদ্ধে সকলকে একজোট হতে হবে। খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরোবার দরকার নেই। আর যদি কোন ব্যক্তি এই নির্দেশিকা লঙ্ঘন করেন তাহলে তাঁর শাস্তির ব্যবস্থা করা হবে’।

বর্তমানে দিল্লীতে আগামী ৩১ শে মার্চ অবধি সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখার সিধান্ত নেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। এর পাশাপাশিও কলকাতারও বহু বেসরকারী প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। করোনা ভাইরাসকে ‘নোটিফায়েড ডিজাস্টার’ বলে ঘোষণা করেছে কেন্দ্র সরকার। এরপর ফান্সও সেই পথেই হাঁটছে।


Smita Hari

সম্পর্কিত খবর