আইপিএলের অভিষেক ম্যাচেই হাফসেঞ্চুরি করে নজর কাড়লেন এই তরুণ ভারতীয় ব্যাটসম্যান

বাংলা হান্ট ডেস্কঃ সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হয়ে গিয়েছে আইপিএল 2020 (IPL)।  ইতিমধ্যেই আইপিএলের দুটি ম্যাচের সমাপ্তি ঘটেছে। দুটি ম্যাচই খুবই নিরাপদ ভাবে অনুষ্ঠিত হয়েছে। আর আজ আইপিএলের তৃতীয় ম্যাচে মুখোমুখি বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দ্রাবাদ।

টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এর ফলে প্রথমে ব্যাটিং করতে আসে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি আজকে প্রথম একাদশ সুযোগ দেন তরুণ বাঁহাতি ভারতীয় ব্যাটসম্যান দেবদত্ত পড়িকলকে।

Devdutt Padikkal Bellary Tuskers

আর সুযোগ পেয়ে আইপিএলে অভিষেক ম্যাচে নজর কাড়লেন এই তরুণ ভারতীয় ব্যাটসম্যান। নিজের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করলেন দেবদত্ত পড়িকল। এইদিন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ওপেন করতে আসেন এই তরুণ ভারতীয় ব্যাটসম্যান। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজকে ব্যাটিং করতে থাকেন তিনি। ব্যাঙ্গালুরুর হয়ে ব্যাটিং করতে নেমে 42 বলে 56 রানের দুর্দান্ত ইনিংস খেলেন পড়িকল। পড়িকলের ব্যাটিং দেখে মনেই হচ্ছিল না যে তিনি প্রথমবার আইপিএলে ব্যাটিং করছেন। তার ব্যাটিং করার ভঙ্গি দেখে মনে হচ্ছিল দীর্ঘদিন ধরে তিনি আইপিএল খেলছেন। পড়িকলের এই দিনের পারফরম্যান্স যে দলের অধিনায়ক বিরাট কোহলির সহ কোচ সকলেরই মন কেড়েছে সেটা বলাই বাহুল্য।


Udayan Biswas

সম্পর্কিত খবর