ছয় ফুট তিন ইঞ্চি চুল নিয়ে গিনিস বুকে নিজের রেকর্ড ভাঙলেন ভারতের তরুনী

বাংলাহান্ট ডেস্কঃ বনলতা সেন কাব্যগ্রন্থের নাম কবিতায় জীবনানন্দ দাশ লিখেছিলেন , ” চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা “। নারীর চুল নিয়ে দেশ বিদেশের কবিদের কবিতার শেষ নেই। অনেকেই মনে করেন নারীর চুলই তার সৌন্দর্যের প্রধান উপাদান। কিন্তু বর্তমানে দূষন আর পরিচর্যার অভাবে ইচ্ছে থাকলেও অনেকেই বড় চুল রাখতে পারছে না। এই সময়ে সবচেয়ে লম্বা চুলের জন্য গিনিস বুকে নিজের রেকর্ডই ভাঙলেন বাস্তবের রাপুঞ্জেল নীলাংশী পাটেল।

Nilanshi Patel 16fc2c7fe36 medium

বাস্তব জীবনের রাপুঞ্জেল নীলাংশী পাটেলের চুলের দৈর্ঘ্য ছয় ফুট তিন ইঞ্চি। আগের রেকর্ডটি করার সময় যা ছিল চুলের দৈর্ঘ্য ছিল ১৭০.৫ সেমি। ২০১৮ সালে তিনি করেন এই রেকর্ড। এবার নিজের রেকর্ড নিজেই ভাঙলেন এই তরুণী।

এর আগে আর এত বড়ো চুল নিয়ে কেও গিনিস রেকর্ড করেন নি।  এবার তার চুলের দৈর্ঘ্য ১৯০ সেমি। অর্থাৎ ৬ ফুট ২.৮ ইঞ্চি।  গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী নীলাংশী একমাত্র টিনেজার যার চুল সব থেকে লম্বা।

তবে এত বড় চুল নিয়ে সে বিন্দু মাত্র বিড়ম্বনায় পড়ে না বলেই জানিয়েছে সে। অনায়াসে সে খেলা ধুলাও করে। একই সাথে সে জানান সে চুলে নানা রকম স্টাইল করতে ভালোবাসে। এমনকি পড়াশোনা করতেও কোনো অসুবিধা হয় না নীলাংশীর। অনেকেই ভাবেন নীলাংশী এর লম্বা চুলের অসুবিধা অনেক কিন্তু এই লম্বা চুলের কারনেই বিশ্বখ্যাত হয়ে গেছে এই টিন এজার। ছয় ফুট তিন ইঞ্চির চুল নিয়ে নীলাংশী সত্যি বাস্তবের রাপুঞ্জেল।

 

সম্পর্কিত খবর