বিনা টিকিটে বন্দে ভারতে চেপে যুবক করলেন এই কাজ! ১ লক্ষ টাকা ক্ষতির সম্মুখীন রেল

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দেশের সবথেকে অত্যাধুনিক এবং প্রিমিয়াম ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। যত দিন এগোচ্ছে ততই দেশজুড়ে বাড়ানো হচ্ছে এই ট্রেনের সংখ্যা। পাশাপাশি, যাত্রীদের কাছেও তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে এই ট্রেন। তবে, এবার একটি চাঞ্চল্যকর ঘটনায় প্রসঙ্গ সামনে এসেছে।

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার বন্দে ভারত এক্সপ্রেসেই বিনা টিকিটে সফর করছিলেন এক যুবক। শুধু তাই নয়, তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন যার জেরে বড়সড় ক্ষতির সম্মুখীন হয়েছে রেল। মূলত, তিনি বিনা টিকিটে বন্দে ভারতে উঠে ট্রেনের টয়লেটে ঢুকে পড়েন।

এমতাবস্থায়, তাঁকে সেখান থেকে বের করতে গিয়ে রীতিমতো কালঘাম ছুটে যায় রেলের আধিকারিকদের। এমনকি, পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে যায় যে, একটা সময়ে আধিকারিকরা ট্রেনের টয়লেটের দরজা ভেঙে তাঁকে বের করে আনেন। যার ফলে ক্ষতি হয় রেলের।

প্রসঙ্গত উল্লেখ্য যে, গত রবিবার চরণ নামের এক যুবক কেরালার কাসারগোড়ে বন্দে ভারতে উঠে নিজেকে ট্রেনের টয়লেটে বন্দি করে ফেলেন। তিনি কিছুতেই টয়লেট থেকে বেরোতে চাননি। এদিকে, তাঁর এহেন আচরণে স্বভাবতই সমস্যায় পড়েন ট্রেনের অন্যান্য যাত্রী থেকে শুরু করে রেলের আধিকারিকরাও। পরে তাঁকে কার্যত জোর করেই বাইরে বের করে আনা হয়ে। এই প্রসঙ্গে রেলের আধিকারিকরা জানিয়েছেন, ওই ট্রেনটি শোরানুর স্টেশনে পৌঁছানোর পর টয়লেটের দরজা ভেঙে তাকে বের করা হয়।

এদিকে, ওই যুবক যখন বেরিয়ে আসেন, তখন তিনি বেশ ভীত হয়ে পড়েন এবং রেলের পুলিশ সহ আধিকারিকরা তাঁকে ক্রমাগত জিজ্ঞাসাবাদ করেন। এমতাবস্থায়, ওই যুবক প্রথমে দাবি করেন যে, তিনি মহারাষ্ট্রের বাসিন্দা। যদিও, পরে যুবকটি জানান তিনি কাসারগোড়ের বাসিন্দা। এমন পরিস্থিতিতে তাঁর সঠিক পরিচয় এখনও নিশ্চিত করতে পারেননি রেলের আধিকারিকরা।

whatsapp image 2023 06 27 at 9.07.33 pm

তবে, অনুমান করা হচ্ছে ওই যুবক মানসিক সমস্যায় ভুগছেন। এদিকে, আরও জানা গিয়েছে যে, বন্দে ভারতে চেপে তিনি তাঁর টি-শার্টটি ব্যবহার করে ভেতর থেকে দরজাটি বেঁধে দেন। ওই দরজা একটি সেন্সর সিস্টেমে কাজ করে। এমতাবস্থায় ভেতর থেকে লক করার জন্য তিনি যে টি-শার্টটি ব্যবহার করেছিলেন সেটি সেন্সরকে ঢেকে রেখেছিল। আর ওই কারণেই খোলা যায়নি দরজাটি। ফলে সেটি ভাঙতে হয়। এমন পরিস্থিতিতে রেলের প্রায় এক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর