দাড়িতে অজস্র গয়না পড়ে তাক লাগালেন যুবক, করে ফেললেন বিশ্ব রেকর্ডও

Published On:

বাংলাহান্ট ডেস্ক : সামনে বড়দিন আসছে। বড়দিন উপলক্ষে অনেকেই বাড়ি সাজিয়ে থাকেন। কিন্তু এমন কখনও শুনেছেন কি কেউ নিজের দাড়ি কারুকার্য করে সাজিয়ে তুলেছেন নানা ধরনের গয়না দিয়ে? যে সকল উপকরণ দিয়ে বাড়ি কিংবা গাছ সাজানো হয় সেই সব দিয়ে এক ব্যক্তি সাজিয়েছেন নিজের দাড়ি। একসাথে এতগুলো জিনিস দাড়ির সাথে বাঁধার জন্য তিনি করে ফেলেছেন বিশ্ব রেকর্ড।

এই ব্যক্তির নাম জোয়েল স্ট্রাসার। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। জোয়েল সম্প্রতি ৭১০ টি ছোট রঙিন বল অলংকারের মতো করে লাগিয়েছেন নিজের দাড়িতে। এরফলে তিনি তৈরি করে ফেলেছেন নতুন বিশ্ব রেকর্ড। দাড়িতে সব থেকে বেশি অলংকার পড়ার রেকর্ড করেছেন তিনি। আপনাদের জানিয়ে রাখি, আমেরিকার বাসিন্দা এই ব্যক্তি এইবার নিজেই নিজের রেকর্ড ভেঙেছেন।

এর আগেও জোয়েল এই ধরনের রেকর্ড করেছিলেন। ২০১৯ সালে ৩০২ টি, ২০২০ সালে ৫৪২ টি, ২০২১ সালে ৬৮৬ টি অলংকার দাড়িতে পড়ে তিনি সৃষ্টি করেছিলেন বিশ্ব রেকর্ডের। নিজের রেকর্ড নিজেই ভেঙ্গে একটি সংবাদ সংস্থাকে জোয়েল জানিয়েছেন, তিনি প্রথম দিকে নিজের খেয়াল খুশি মতো দাড়িতে অলংকার লাগাতেন। কিন্তু বর্তমানে সেগুলি দাড়িতে লাগান একটি বিশেষ কৌশলে। এই কৌশলের ফলে এখন আরও বেশি সংখ্যায় অলংকার দাড়িতে লাগাতে পারেন।jpg 20221222 205710 0000

জোয়েলের লাগানো ৭১০ টি অলংকারের ওজন ছিল ২.২৬ কিলোগ্রাম। জোয়েল জানিয়েছেন, প্রত্যেকটি গোলক ক্লিপ দিয়ে আলাদা ভাবে জুড়তে হয়। এটি অত্যন্ত কষ্টসাধ্য কাজ। এই ব্যক্তি আরও জানিয়েছেন, শুধু ঘর সাজানোর জিনিস নয়, আরও অনেক রকম জিনিস তিনি দাড়িতে লাগাতেন। এগুলির মধ্যে রয়েছে স্ট্র, চপস্টিক, দাঁত খোঁচানোর কাঠিও। এর আগে এইসব জিনিস দাড়িতে লাগিয়ে তিনি বিশ্ব রেকর্ড করেছিলেন। এবার নতুন পালক যোগ হল তার মুকুটে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X