বাংলা হান্ট ডেস্ক: আমাদের চারপাশে এমন অনেকেই থাকেন যাঁরা অত্যধিক ঝাল খেতে পছন্দ করেন। মাংসের ঝোল থেকে শুরু করে রাস্তার ধারে ফুচকা প্রতিটি ক্ষেত্রেই ঝালের ব্যাপারে কোনো খামতি রাখেন না তাঁরা। কিন্তু, এবার এই ঝাল খেতে গিয়েই চরম বিপত্তির সম্মুখীন হলেন চিনের (China) সাংহাই (Shanghai) শহরের এক তরুণী। শুধু তাই নয়, শারীরিকভাবেও চরম ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন তিনি।
এমনিতেই মাত্রাতিরিক্ত ঝাল খাওয়া মোটেও শরীরের জন্য ভালো নয়। কারণ, এতে হজমের সমস্যা দেখা দেয়। তবে, এবার ওই তরুণী ঝাল খেয়ে পাঁজরের চারটি হাড়ও ভেঙে ফেলেছেন। মূলত, অতিরিক্তি ঝাল খাওয়ার পর বিষম লেগে কাশতে শুরু করেন তিনি। আর তার ফলেই পাঁজরের একাধিক হাড় ভেঙে যায় তাঁর। বর্তমানে তাঁর অবস্থা এতটাই বেগতিক হয়ে গিয়েছে যে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলছে হুয়াং পদবীর ওই তরুণীর। এদিকে, স্বাভাবিকভাবেই এই নজিরবিহীন ঘটনার প্রসঙ্গে জানতে পেরে চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে সকলের।
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সম্প্রতি অত্যধিক ঝালযুক্ত খাবার খাচ্ছিলেন হুয়াং। তখনই বিষম লেগে তিনি কাশতে শুরু করেন। আর ওই কাশির চোটেই তিনি শুনতে পান হাড় ভাঙার শব্দ। এমতাবস্থায়, প্রথমে তিনি বিষয়টিকে গুরুত্বের সাথে না দেখলেও পরে তিনি অনুভব করেন যে, কথা বলতে গিয়ে ও শ্বাস নেওয়ার সময় বুকে ব্যথা হচ্ছে তাঁর।
এরপরই চিকিৎসকের পরামর্শ নিতে গিয়ে সিটি স্ক্যানের পরেই উঠে আসে সেই চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, হুয়াংয়ের বুকের ৪ টি হাড় একইসাথে ভেঙে গিয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, হুয়াংয়ের সঙ্গে যা ঘটেছে সেই ঘটনা যে একেবারেই বিরল এমনটা কিন্তু নয়। অনেকসময়ে হাঁচতে গিয়েও পাঁজরের হাড় ভেঙে ফেলার ঘটনা সামনে এসেছে। মূলত, শরীরের ওজন কম হওয়ার কারণে এই ঘটনা ঘটতে পারে।
এদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞরা জানিয়েছেন, হুয়াংয়ের উচ্চতা ১৭১ সেন্টিমিটার হলেও ওজন মাত্র ৫৭ কেজি। পাশাপাশি, এক চিকিৎসক জানিয়েছেন, হুয়াংয়ের শরীরে মাংসের পরিমানও অনেকটাই কম রয়েছে। এমনকি, বাইরে থেকেই হাড় দেখা যায় তাঁর। এমতাবস্থায় এই ধরণের শরীরে হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকে। আর এর জেরেই কাশতে গিয়ে হাড় ভেঙে যায় হুয়াংয়ের। তবে, হুয়াং অবশ্য জানিয়েছেন, তিনি সুস্থ হয়েই ওজন বাড়ানোর জন্য সঠিকভাবে খাওয়াদাওয়া এবং ব্যায়াম করতে শুরু করবেন।