পেঁচা নিয়ে টিকটক করে মোটা জরিমানা দিতে হল তরুণীকে

বাংলাহান্ট ডেস্কঃ এই মুহুর্তে সামাজিক মাধ্যমগুলির মধ্যে টিকটক ভীষনই জনপ্রিয় একটি সামাজিক মাধ্যম। যারা টিকটক করেন তারা আশা করেন তাদের ভিডিও ভাইরাল হবে। ভিডিও তে লাইক, কমেন্ট পাওয়ার জন্য তারা অনেক সময় বিপদ জনক কাজ করতেও দুবার ভাবেন না, আবার অনেক সময় সকলের থেকে আলাদা কিছু করার ইচ্ছেয় তারা ভেঙ্গে ফেলে আইন।

এরকমই এক কান্ড করে মোটা অঙ্কের জরিমানা করতে হয়েছে কীর্তি নামের এক টিকটক ব্যাবহারকারীকে। মেয়েটি  একটি বন্য পেঁচাকে হাতে নিয়ে নিজের Tiktok Video শ্যুট করেছিলেন ৷ যেখানে  দিনের বেলায় এক হাতে পেঁচাকে ধরে রেখে প্রায় ৩২ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে

আপলোড হবার সাথে সাথেই ভিডিও টি ভাইরাল হয়ে যায়। ভাইরাল হয়েই  এই ভিডিও হাত ঘুরে বন দফতরের চোখে পড়ে ৷ মুখ্য বন সংরক্ষ ১৯৭২ -র বন্যপ্রাণী আইনে প্রাণীদের সংরক্ষণ নিয়ম উল্লঙ্ঘনের দায়ে দোষী করেন কীর্তিকে ৷  তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় ৷

জানা যাচ্ছে, ইতিমধ্যেই কীর্তি তার জরিমানার টাকা দিয়েছেন বন দপ্তরকে ৷ আর সেই রসিদ নিয়েই ফের একটি টিকটক ভিডিও  করেছেন তিনি ৷ অপর দিকে  বন দফতরের কর্মী কীর্তিকে পেঁচাটি এনে দিয়েছেন সেই ব্যক্তিকেও ১০ হাজার টাকার জরিমানা করা হয়েছে ৷ সব মিলিয়ে সামাজিক মাধ্যমে জনপ্রিয় হতে গিয়ে যে কোনো ভাবেই বন্য প্রান আইন ভাঙ্গা যাবে না এই বার্তা দেওয়ার জন্যেই কড়া রাস্তায় হাঁটল বন দফতর  ৷


সম্পর্কিত খবর