বাংলাহান্ট ডেস্ক : উৎসবের আবহে রাজ্যে চলছে মা জগদ্ধাত্রীর আরাধনা। এর মাঝেই বেহালার (Behala) কালীমন্দিরে ঘটে গেল বড়সড় অঘটন। গেট ভেঙে চুরি হল মন্দিরে। ভাঙা হল মা কালীর বিগ্রহ। তালা না ভেঙে, শাবল দিয়ে মন্দিরের গেট ভাঙা হয়েছে বলে অভিযোগ উঠছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বেহালার (Behala) কালীমন্দিরে লুঠপাট ভাঙচুরের অভিযোগ
জানা যাচ্ছে, এই ঘটনাটি বেহালা (Behala) সরশুনার। বৃহস্পতিবার দুপুরে মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময়ই গেট ভাঙা অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দাদের একাংশ। তারপরেই খবর দেওয়া হয়, মন্দিরের সেবাযত্নের দায়িত্বে থাকা লোকজন এবং আশপাশের স্থানীয়দের। তাঁরা এসে দেখেন, মন্দিরে মূর্তি ভাঙা, অন্যান্য সামগ্রী চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।

লুঠ হয়েছে গয়না: প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, অন্য কেউ কালীমন্দিরে (Behala) ঢুকেছিল। সমস্ত কিছু ওলটপালট করা হয়েছে। বিগ্রহের গায়ে একটি গয়নাও অবশিষ্ট রাখা হয়নি। সব লুট করে নেওয়া হয়েছে। মন্দিরের ভেতরে সর্বত্র ভাঙচুরের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন : পরিকাঠামোয় আমূল উন্নয়ন, মেট্রোর ব্লু লাইনে ভিড় সামলাতে সিগন্যাল ব্যবস্থায় বদল, বরাদ্দ কয়েকশো কোটি!
কখন ঘটে ঘটনা: জানা যাচ্ছে, সকাল থেকে সবকিছুই ঠিক ছিল। কিন্তু দুপুর নাগাদ এলাকা ফাঁকা হয়ে যায়। সেই সুযোগ নিয়েই এই ঘটনা ঘটানো হয়েছে বলে অনুমান করছেন স্থানীয়রা। শুধু বিগ্রহের (Behala) গয়না চুরি করেই থেমে থাকেনি দুষ্কৃতীরা, ভাঙচুর করেছে বিগ্রহও।
আরও পড়ুন : সবথেকে নীচে বাংলার স্থান, SIR এর জন্য বিএলএ দিতেই চাইছে না রাজনৈতিক দলগুলি! চিন্তায় কমিশন
এই দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অনেকে দেবী মূর্তির এই অবস্থা দেখে কেঁদেই ফেলেন। ঠাকুরের মূর্তির গায়ে হাত দেওয়ার সাহস কীভাবে হল! এই প্রশ্নই তুলছেন সকলে।













