বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই চলতি বছরের দশম মাস অর্থাৎ অক্টোবরে (October) উপস্থিত হয়েছি আমরা। এই মাসে প্রায় সর্বত্রই উৎসবের আমেজ বজায় থাকে। পাশাপাশি, গ্রীষ্ম এবং বর্ষার প্রভাব পরিয়ে শীত জানান দেয় তার আগমন। তবে, এবার অক্টোবরেই রয়েছে একের পর এক বিপর্যয়ের আশঙ্কা! হ্যাঁ, প্রথমে জেনে অবাক হয়ে গেলেও এটা কিন্তু একদমই সত্যি। মূলত, এই মাস একের পর এক মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতেও চলেছে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
অক্টোবর মাসেই ঘটবে সূর্যগ্রহণ: জানিয়ে রাখি যে, এই মাসে যেসমস্ত মহাজাগতিক ঘটনাগুলি ঘটতে চলেছে সেগুলির মধ্যে অন্যতম হল সূর্যগ্রহণ। আগামী ১২ অক্টোবর সম্পন্ন হতে চলা এই সূর্যগ্রহণ বিশ্বের বিভিন্ন অংশে দৃশ্যমান হবে। যদিও, এটি ভারত থেকে দেখা যাবে না।
হবে তারার বৃষ্টি: আগামী ৯ অক্টোবর খসে পড়া তারা অর্থাৎ উল্কাপাতের বৃষ্টি হবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওইদিন প্রতি ঘণ্টায় প্রায় ৪০০ নক্ষত্রকে খসে পড়তে দেখা যাবে। আপনি এই বিরল মহাজাগতিক দৃশ্য খালি চোখেও প্রত্যক্ষ করতে পারবেন। পাশাপাশি, আগামী ২১ এবং ২২ অক্টোবর খসে পড়া তারার বৃষ্টি সবথেকে বেশি হারে পরিলক্ষিত হবে।
আরও পড়ুন: সরকারি কর্মচারীদের জন্য অর্থ মন্ত্রকের তরফে এল বড় আপডেট! এবার PF-এ মিলবে এত সুদ
ঘটবে চন্দ্রগ্রহণ: অক্টোবরের শেষ সপ্তাহে অর্থাৎ ২৮ অক্টোবর চন্দ্রগ্রহণ সম্পন্ন হবে। যেটি ভারত থেকেও দেখা যাবে। এই গ্রহণের সময়কাল দুপুর ২ টো ৫২ মিনিট থেকে শুরু হয়ে রাত ২ টো ২২ মিনিট পর্যন্ত চলতে থাকবে।
আরও পড়ুন: নিজের পাতা ফাঁদেই ঘটল বড় বিপদ! চিনের নিউক্লিয়ার সাবমেরিনের ভেতরে দমবন্ধ অবস্থায় মৃত্যু ৫৫ জনের
পৃথিবীর কাছে আসবে গ্রহাণু: এই মাসেই পৃথিবীর কাছ দিয়ে চলে যাবে একাধিক গ্ৰহাণু। যার মধ্যে একটি গ্রহাণুর আকার হবে বোয়িং বিমানের আকারের সমান। তবে, এই গ্রহাণু থেকে কি ভয়ের সম্ভাবনা রয়েছে? এই প্রশ্নের উত্তর হল “না”। কারণ এই গ্রহাণুগু পৃথিবী থেকে প্রায় ৬ লক্ষ কিলোমিটারের দূরত্ব থেকে চলে যাবে।