আর নেই চিন্তা! এবার পরীক্ষা ছাড়াই বন্ধন ব্যাঙ্কে চলছে প্রচুর কর্মী নিয়োগ, এইভাবে করুন আবেদন

বাংলা হান্ট ডেস্ক: ব্যাঙ্কিং সেক্টরে চাকরি করার ইচ্ছে অনেকেরই থাকে। এমতাবস্থায়, চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুযোগ নিয়ে এল বন্ধন ব্যাঙ্ক (Bandhan Bank)। শুধু তাই নয়, এবার উচ্চমাধ্যমিক পাশের পরেই মিলবে বন্ধন ব্যাঙ্কে চাকরি করার সুযোগ। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল, এক্ষেত্রে দিতে হবে না কোনো পরীক্ষা। বিষয়টি জেনে অবাক হয়ে গেলেও এটা কিন্তু একদমই সত্যি।

সম্প্রতি ভারত সরকারের অর্থ মন্ত্রকের অধীনে থাকা বন্ধন ব্যাঙ্কে (Bandhan Bank) প্রচুর শূন্যপদে নিয়োগের (Recruitment) ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে প্রার্থীরা বিস্তারিত জানার জন্য 9679813246 অথবা 7044871748 এই দু’টি নম্বরে সরাসরি ফোন করতে পারেন। তবে, তাঁদের সুবিধার্থে বর্তমান প্রতিবেদনে আমরা এই সংক্রান্ত আবেদন প্রক্রিয়ার পাশাপাশি যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্যগুলি উপস্থাপিত করছি।

শূন্যপদের বিবরণ: প্রথমেই এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে শূন্যপদের বিষয়ে আপনাদের জানিয়ে দিই। ইতিমধ্যেই জানা গিয়েছে, সমগ্র রাজ্য জুড়ে বন্ধন ব্যাঙ্কের ব্যাঙ্কিং ইউনিটে ২ টি পদে প্রচুর কর্মী নিয়োগ করা হবে। ওই পদ দু’টির নাম হল, ডেটা এন্ট্রি অপারেটর এবং কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ (CSE)। এক্ষেত্রে দক্ষতাসম্পন্ন এবং প্রতিভাবান মহিলা এবং পুরুষ উভয়েই আবেদন করতে পারেন। এছাড়াও, ব্যাঙ্কিং সেক্টরে যেসমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে, সেগুলি হল লোন রিকভারি, ক্রেডিট কার্ড এবং ফোন ব্যাঙ্কিং।

শিক্ষাগত যোগ্যতা: উল্লিখিত পদগুলিতে আবেদন করতে হলে আবেদনকারীর নূন্যতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, উচ্চতর শিক্ষাগত যোগ্যতার চাকরিপ্রার্থীরাও এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন।

বয়স: এই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে ১৮ এবং সর্বাধিক বয়স থাকতে হবে ৩২-এর মধ্যে।

বেতন: এবারে আসি বেতনের প্রসঙ্গে। সংশ্লিষ্ট পদগুলির ক্ষেত্রে নির্বাচিত যোগ্য প্রার্থীদের মাসিক বেতনের পরিমাণ হল ১৬,৫০০ থেকে ২৩,৫০০ টাকা।

আরও পড়ুন: Axis Bank-এর গ্রাহকদের জন্য বড়সড় সুখবর! এবার FD-তে লাফিয়ে বৃদ্ধি পেল সুদের হার

নিয়োগ পদ্ধতি: আমরা আগেই জানিয়েছি যে, এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে প্রার্থীদের কোনো পরীক্ষা দিতে হবে না। অর্থাৎ, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীদের।

আরও পড়ুন: হয়ে যান চিন্তামুক্ত! এবার RBI জানাল এই বড় তথ্য, খুশির আমেজ সাধারণ মানুষের মধ্যে

প্রয়োজনীয় ডকুমেন্টস: আবেদনের সময়ে নিম্নলিখিত ডকুমেন্টসগুলির জেরক্স কপি প্রার্থীদের জমা দিতে হবে:
১. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
২. মাধ্যমিকের মার্কশিট
৩. উচ্চ মাধ্যমিকের মার্কশিট
৪. স্নাতক হয়ে থাকলে তার মার্কশিট
৫. আধার কার্ড
৬. ভোটার কার্ড
৭. প্যান কার্ড
৮. পাসপোর্ট সাইজের ফটো
৯. চাকরিপ্রার্থীর নিজস্ব বায়োডাটা

there are many recruitments in Bandhan Bank without examination

প্রয়োজনীয় শর্ত:
১. স্থানীয় ভাষায় কথা বলার দক্ষতা থাকতে হবে।
২. থাকতে হবে নেতৃত্ব দানের সক্ষমতাও।
৩. এছাড়াও, চাপের মধ্যে কাজ করার দক্ষতা থাকতে হবে।

আবেদন পদ্ধতি: এই পদগুলিতে আবেদনে ইচ্ছুক প্রার্থীদের তাঁদের বিস্তারিত তথ্য এবং CV জমা দিতে হবে হোয়াটসঅ্যাপ অথবা ইমেইলে। সেক্ষেত্রে নম্বর হল 9679813246 অথবা 7044871748। পাশাপাশি, ইমেইল আইডি হল hr.bankinghub@gmail.com।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর