হয়ে যান চিন্তামুক্ত! এবার RBI জানাল এই বড় তথ্য, খুশির আমেজ সাধারণ মানুষের মধ্যে

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে দিন যত এগোচ্ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে জিনিসপত্রের দাম (Inflation)। এমনকি সেই তালিকা থেকে বাদ পড়েনি শাকসবজি (Vegetables) থেকে শুরু করে খাদ্যদ্রব্যও। আর যার ফলে প্রত্যক্ষভাবে প্রভাবিত হচ্ছেন সাধারণ মানুষ। বাজারে গিয়ে রীতিমতো কাল ঘাম ছুটছে তাঁদের। কয়েকদিন আগেই হু হু করে বাড়তে থাকা টমেটোর দাম উঠে এসেছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। এমনকি বেড়ে ছিল মশলার দামও। সেই তালিকায় নতুন করে যুক্ত হয় পেঁয়াজ।

এমতাবস্থায়, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। পাশাপাশি, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কবে কমবে সেই উত্তরেরই প্রতীক্ষায় রয়েছেন সকলে। তবে, এবার দেশবাসীর জন্য স্বস্তির খবর নিয়ে এলেন স্বয়ং RBI (Reserve Bank Of India) গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das)। এমনকি, সবজি থেকে শুরু করে জিনিসপত্রের দাম কমার বিষয়েও ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন তিনি।

ইতিমধ্যেই RBI সূত্রে জানা গিয়েছে যে, “পেঁয়াজের ক্ষেত্রে সাপ্লাই চেইন সঠিকভাবে বজায় রাখতে ধারাবাহিকভাবে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে আশা করা হচ্ছে, সেপ্টেম্বরের মধ্যে সবজির মুদ্রাস্ফীতি হ্রাস পাবে। উল্লেখ্য যে, খুচরো মুদ্রাস্ফীতির হার জুলাই মাসে লাফিয়ে বৃদ্ধি পেয়ে তা ১৫ মাসের সর্বোচ্চ ৭.৪৪ শতাংশে পৌঁছেছে। ওই সময়ে মুদ্রাস্ফীতির ব্যাপক বৃদ্ধির পেছনে রয়েছে শাকসবজির দাম বৃদ্ধি।”

আরও পড়ুন: হয়ে যান সতর্ক! এবার এই ৩ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক, দুর্ভোগে পড়ার আগে সেরে রাখুন প্রয়োজনীয় কাজ

পাশাপাশি, RBI গভর্নর জানান, সেপ্টেম্বরের মধ্যেই সবজির দামে বড় পতন দেখা যেতে পারে। এক অনুষ্ঠানে গভর্নর বলেন, সরকার সঠিক সময়ে এই বিষয়ে প্রয়োজনীয় হস্তক্ষেপ করেছে। আর সেই কারণে দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি হয়নি। তাই, সঠিক সরবরাহের কারণে দাম নিয়ন্ত্রণের বিষয়ে ইতিবাচক দিক বজায় রয়েছে।

আরও পড়ুন: হয়ে যান সতর্ক! এবার এই কারণে ৪ টি ব্যাঙ্ককে বড় জরিমানা করল RBI, আপনার অ্যাকাউন্ট নেই তো?

গভর্নর বলেন, যদিও মুদ্রাস্ফীতির হার এখনও প্রত্যাশার চেয়ে অনেকটাই বেশি রয়েছে তবে বিগত কয়েক মাসের লক্ষণ অনুযায়ী, আগামী দিনগুলিতে মুদ্রাস্ফীতি থেকে মুক্তি পাওয়া যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। এদিকে, টমেটোর দাম বৃদ্ধির বিষয়েও মতামত উপস্থাপিত করেন তিনি।

This time RBI said this big information

গভর্নর জানিয়েছেন, জুলাই মাস থেকে ভারতে সবজির দাম ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি টমেটোর কারণে মুদ্রাস্ফীতির হার ব্যাপকভাবে বৃদ্ধি পেলেও সরকার এই বিষয়ে সঠিক সময়ে দাম নিয়ন্ত্রণে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে। এছাড়াও বাজারগুলিতে টমেটোর সরবরাহ সঠিকভাবে থাকায় এখন দাম কমতে দেখা গেছে। এদিকে, সামগ্রিকভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম হ্রাসের প্রসঙ্গে গভর্নরের কাছ থেকে ইতিবাচক আশ্বাস পেয়ে কিছুটা হলেও স্বস্তি মিলেছে সাধারণ মানুষের।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর