অন্য দেশ বানাতে চাইছে এয়ার বেস! ভেঙে খান খান হবে বাংলাদেশ, আশঙ্কা হাসিনার

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত চাঞ্চল্যকর দাবি সামনে আনলেন বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। প্রসঙ্গত উল্লেখ্য যে, চলতি বছরের শুরুতেই পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। নির্বাচনে তাঁর দল আওয়ামি লিগ একচেটিয়াভাবে জয় হাসিল করে। যদিও, বাংলাদেশের প্রধান বিরোধীদল অর্থাৎ বিএনপি এই নির্বাচন বয়কট করেছিল। তবে, নির্বাচনে জেতার প্রায় ৫ মাস পরে এবার একটি চাঞ্চল্যকর দাবি করলেন শেখ হাসিনা।

শুধু তাই নয়, ইতিমধ্যেই তাঁর এই দাবির পরিপ্রেক্ষিতে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে সমগ্র বাংলাদেশ জুড়ে। মূলত, বাংলাদেশি সংবাদপত্র ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশ ক্ষমতাসীন ১৪ দলের জোটের বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, একটি দেশ তাঁকে “অফার” দিয়েছিল। যেখানে বলা হয়, বাংলাদেশে যদি ওই দেশটিকে তাদের বিমান ঘাঁটি করতে দেওয়া হয় সেক্ষেত্রে খুব সহজেই হাসিনার পুনর্নিবাচন হয়ে যাবে।

There is a conspiracy to divide Bangladesh, said Sheikh Hasina.

তবে, হাসিনা ওই দেশের সরাসরি নাম উল্লেখ না করলেও তিনি এটা জানিয়েছেন যে, এই দাবি তাঁকে করেছিল এক “শ্বেতাঙ্গ”। পাশাপাশি, তিনি অভিযোগ তোলেন যে বাংলাদেশে নির্বাচন বানচাল করার লক্ষ্যে ষড়যন্ত্র পর্যন্ত করেছিল বিএনপি। শেখ হাসিনা জানান, “অনেকেরই নজর বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের ওপর রয়েছে। এই অঞ্চল দিয়ে বহুকাল আগে থেকেই বাণিজ্য হয়ে আসছে। ওই এলাকা নিয়ে কোনও বিতর্ক বা দ্বন্দ্ব নেই। আর আমি সেটা হতেও দেব না। তবে, তাদের চোখে এটা আমার আরও একটি বড় অপরাধ হয়ে উঠেছে।”

আরও পড়ুন: মোদী থেকে অমিত শাহ, সঙ্গে আছেন ধোনি! ইন্ডিয়া টিমের হেড কোচ হওয়ার জন্য করলেন আবেদন

এর পাশাপাশি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাও দাবি করেন যে, “আমি এখন বাইরে ও ঘরে লড়াই করে চলেছি।” তাঁর মতে, বাংলাদেশের চট্টগ্রাম এবং মায়ানমারের অংশ নিয়ে পূর্ব তিমোরের মতো একটি খ্রিষ্ঠান দেশ গড়ে তোলার ষড়যন্ত্র চলছে। এছাড়াও, বঙ্গোপসাগরে একটি বেস তৈরির পরিকল্পনা করা হচ্ছে।

আরও পড়ুন: হয়ে যান সতর্ক! এবার ICICI সহ এই ব্যাঙ্কের ওপর ১.৯১ কোটির জরিমানা RBI-র, আপনার অ্যাকাউন্ট নেই তো?

প্রসঙ্গত উল্লেখ্য যে, গত সোমবার হাসিনা আওয়ামি লিগের ১৪ জোটসঙ্গীর নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি স্পষ্ট জানিয়েছেন যে, তাঁর সরকার ফেলে দেওয়ার ক্ষেত্রেও ষড়যন্ত্র করা হচ্ছে। শুধু তাই নয়, তাঁর বাবা শেখ মুজিবুর রহমানের মতো তাঁকেও খুন করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। যদিও, শেখ হাসিনা কোনো ষড়যন্ত্রের কাছেই মাথা নত করবেন না বলেও জানিয়েছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর