বাংলাহান্ট ডেস্কঃ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ঘটে গেল এক অবাক করা ঘটনা। পিচের মধ্যে গেঁথে ছিল আস্ত একটি বল, আর যে কারণে ম্যাচ শুরু করতে বেশ অনেকটা দেরি হয়ে গেল। ক্রিকেটে এরকম ঘটনা খুব কমই ঘটেছে। পিচের মধ্যে গেঁথে ছিল আসছে একটি সাদা বল, আর সেই বলের বেশ কিছুটা মাটির উপরে উঠেছিল। এর ফলে ম্যাচ শুরু করা যায়নি। মাঠকর্মী এসে অনেক চেষ্টা করেও তাড়াতাড়ি বল তুলতে পারেননি, কারণ মাটি খুঁড়ে বল বের করলে পিচে আরও সমস্যা দেখা দেবে। সে ক্ষেত্রে ম্যাচ শুরু হতে আরও দেরি হয়ে যেত।
এইদিন ম্যাচ শুরু হওয়ার আগে পিচটিকে সমান করার জন্য পিচের ওপর রোলার চালানো হচ্ছিল। সেই সময় হঠাৎই বোলারের হাত থেকে বল পিচের মধ্যে পড়ে যায় এবং তার ওপর দিয়ে রোলার চলে যায়। এর ফলে বলের বেশ কিছুটা পিচের ভেতরে গেঁথে যায়। এই কাণ্ড নিয়ে বেশ সমস্যায় পড়েছেন মাঠকর্মীরা, অবশেষে মাটি খুঁড়ে বল বের করতে বাধ্য হন তারা।
মাটি খোঁড়ার ফলে পিচের মধ্যে অনেকটা গর্তের সৃষ্টি হয়। এরপর সেই গর্ত মেরামত করে ফের ম্যাচ শুরু করতে বেশ অনেকটাই দেরি হয়ে যায়। এর আগেও ক্রিকেটে এমন অবাক করা ঘটনা ঘটেছে। 2003 সালে ওয়েস্ট ইন্ডিজ বনাম জিম্বাবোয়ের টেস্ট ম্যাচ চলাকালীন এই ঘটনা ঘটেছিল।