বাংলা হান্ট ডেস্কঃ এই করোনা আবহে যখন থরথর করে কাঁপছে মানব সভ্যতা ,তখন পজেটিভ শব্দটা কিন্তু একটা ভয়ংকর প্রবাহ নিয়ে হাজির হয়েছে আমাদের সামনে। ঠিক এই জায়গা থেকেই এক অভিনব নাটক “আনলক” মঞ্চস্থ করে সবাইকে তাক লাগিয়ে দিল দিল্লির প্রবাসী বাঙালিরা।
দিল্লির এঞ্জেল ভিশন সোসাইটির উদ্যোগে রবিবার ভারত সেবাশ্রম সংঘের প্রেক্ষাগৃহে আয়োজিত হল সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়ের জন্ম শতবর্ষ উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ।অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল করোনা পরিস্থিতির উপর মঞ্চস্থ হাওয়া নাটক ‘আনলক’।
উদ্বোধনী অনুষ্ঠানে ভারত সেবাশ্রম সংঘের সর্বভারতীয় সম্পাদক আত্মজ্ঞানানন্দোজী মহারাজ ,সংগঠনের সভাপতি শৈলেন সাহা সহ একাধিক বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব আশুতোষ মুখোপাধ্যায় সাহিত্য প্রতিভা এবং এঞ্জেল ভিশন সোসাইটির সাংস্কৃতিক এবং সমাজসেবামূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
দ্বিতীয় পর্যায় মঞ্চস্থ হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ।সেখানেই সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায় কাহিনী অবলম্বনে তৈরি বিভিন্ন চলচ্চিত্রের গানকে কোলাজ করে কলজয়ী সাহিত্যিককে সম্মান জানান এঞ্জেল ভিশন সোসাইটির পক্ষ থেকে সংগীতশিল্পী নিবীতা,বিবেক,পার্থ, এবং বিশ্বজিৎ।
পরবর্তী পর্যায়ে মঞ্চস্থ হয় দিল্লির বিশিষ্ট সাহিত্যিক শৈলেন সাহা রচিত এবং অমিত ভট্টাচার্য পরিচালিত নাটক আনলক। যেখানে একটি পরিবার এবং তাদের ভাড়াটেদের মধ্যে পজেটিভ শব্দ নিয়ে এক মারাত্মক টানাপোড়নের গল্প রচিত হয়েছে। নতুন নববিবাহিত ভাড়াটেরা প্রেগনেন্সি পজেটিভের খবরে উচ্ছসিত হলে বাড়িওয়ালাদের মনে হয় ভাড়াটেরা বোধহয় করোনা পজেটিভ। এক নির্মল হাস্যরসের মাধ্যমে শেষ হয় নাটকটি। অভিনয় ছিল প্রদীপ গাঙ্গুলী, সংহিতা সোম,আশীষ সোম,অলকা ব্যানার্জি,সুদীপ ঘোষ,রাজেশ্বরী চৌধুরী, পৃথা এবং প্রত্যুশা দাশগুপ্ত।